প্যারিস, ১০ জানুয়ারি : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন হুগো লরিস। তবে ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন ৩৬ বছর বয়সি ফরাসি গোলরক্ষক। লরিস বলেছেন, ‘‘একটা সময় আসে যখন অন্যকে জায়গা ছেড়ে দিতে হয়। ইউরোর বাছাই পর্ব শুরু হবে আড়াই মাস পর। সরে যাওয়ার এটাই সেরা সময়। বরাবরই বলে এসেছি, ফ্রান্স কোনও ব্যক্তিগত ফুটবলারের উপর নির্ভরশীল নয়। আমাকে ছাড়াও মাঠে নামার জন্য দল তৈরি। তাই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছি।’’
আরও পড়ুন-রোনাল্ডোকে প্রাপ্য সম্মান দেবেন কোচ মার্টিনেজ
ফ্রান্সের জার্সিতে ১৪ বছরে ১৪৫টি ম্যাচ খেলেছেন লরিস। তাঁর নেতৃত্বে চার বছর আগে রাশিয়ায় বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। কাতারে লরিসের সামনে সুযোগ ছিল বিশ্বের প্রথম ফুটবল অধিনায়ক হিসেবে দু’টি বিশ্বকাপ জেতার। কিন্তু ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে সেই সুযোগ হাতছাড়া হয়। লরিস বলছেন, ‘‘সেরা ফর্মে থাকতে থাকতেই সরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। আমি দেশের জার্সিতে নিজের সেরাটা দিয়ে ফেলেছি। এখন পরিবারের সঙ্গে আরও বেশি করে সময় কাটাতে চাই।’’