রোনাল্ডোকে প্রাপ্য সম্মান দেবেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপের নক আউট ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বেঞ্চে বসিয়ে বরখাস্ত হয়েছিলেন পর্তুগালের কোচ ফের্নান্দো স্যান্টোস।

Must read

লিসবন, ১০ জানুয়ারি : বিশ্বকাপের নক আউট ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বেঞ্চে বসিয়ে বরখাস্ত হয়েছিলেন পর্তুগালের কোচ ফের্নান্দো স্যান্টোস। সোমবার নতুন কোচ হিসেবে প্রাক্তন বেলজিয়াম ম্যানেজার রবার্তো মার্টিনেজের নাম ঘোষণা করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। নতুন দায়িত্ব নিয়েই কাজ শুরু করে দিয়েছেন কেভিন দি’ব্রুইনদের প্রাক্তন স্প্যানিশ কোচ। মার্টিনেজ জানিয়ে দিলেন, রোনাল্ডোর মতো তারকাকে তিনি প্রাপ্য সম্মান দেবেন।

আরও পড়ুন-সই নিষেধাজ্ঞা, বিপাকে ইস্টবেঙ্গল

পর্তুগাল কোচের হটসিটে বসে মার্টিনেজ বললেন, ‘‘আমার কাজ প্রতিটি খেলোয়াড়কে সুযোগ দেওয়া এবং যারা জাতীয় দলে রয়েছে তাদের প্রত্যেককে উপযুক্ত সম্মান দেওয়া। তাদেরই একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রত্যেককে নিয়েই আমাকে কাজ করতে হবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। সব কিছুই করতে হবে দলের জন্য।’’ যোগ করেন, ‘‘আমি অফিস বসে কোচিং করি না। ফুটবল নিয়ে সিদ্ধান্ত মাঠেই নেব। খেলোয়াড়দের সঙ্গে নিয়ে, তাদের সকলের সঙ্গে কথা বলে কাজ শুরু করব।’’

আরও পড়ুন-আরভিএমে ভোটদান, আপত্তি বিরোধীদের

রোনাল্ডোদের নতুন হেড স্যর আরও বলেন, ‘‘আপাতত বিশ্বকাপের ২৬ জন স্কোয়াড নিয়েই কাজ শুরু করছি। তাদের মধ্যে অন্যতম রোনাল্ডো। ১৯ বছর ধরে জাতীয় দলের সদস্য ও। রোনাল্ডোর মতো খেলোয়াড়কে প্রাপ্য সম্মান দিতে হবে। ওর সঙ্গে বসে কথা বলব। ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য আমাদের তৈরি হতে হবে। আগামী ১০ সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ।’’

Latest article