আরভিএমে ভোটদান, আপত্তি বিরোধীদের

এই পদ্ধতিতে আপত্তি তুলল বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপি সাংসদদের দাবি, রিমোট ভোটদান প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ অন্তরায় হবে

Must read

নয়াদিল্লি : আরভিএমের মাধ্যমে ভোটদানের প্রস্তাব নিয়ে একযোগে আপত্তি জানিয়েছে বিরোধী দলগুলি। কর্মসূত্রে ভিনরাজ্য বা নির্বাচনী কেন্দ্র থেকে অনেক দূরে থাকা ভোটারদের জন্য রিমোটের মাধ্যমে ভােটদান প্রক্রিয়া চালু করার প্রস্তাব নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবার এই পদ্ধতিতে আপত্তি তুলল বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপি সাংসদদের দাবি, রিমোট ভোটদান প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ অন্তরায় হবে।

আরও পড়ুন-রাজ্য-রাজ্যপাল সংঘাত জারি

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। যদিও কমিশনের দাবি, রিমোট ভোটদান প্রক্রিয়া চালু হলে ভোটদানের হার বাড়বে। আগামী ১৬ জানুয়ারি দিল্লির বিজ্ঞানভবনে আরভিএম নিয়ে সর্বদল বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। তার আগে আইন ও বিচারমন্ত্রকে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এবিষয়ে আলোচনা হয়। আলোচ্য ছিল : সব ধরনের নির্বাচনের জন্য অভিন্ন ভোটার তালিকা, মনোনয়নের সময় মিথ্যা হলফনামা রুখতে পদক্ষেপ, লোকসভা, বিধানসভা ও স্থানীয় নির্বাচনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা ও ভোটদানের ন্যূনতম বয়সের সামঞ্জস্য রাখা।

আরও পড়ুন-বাড়িতে কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে

আরভিএম নিয়ে বৈঠকে আপত্তি তোলেন তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, ডিএমকে, এনসিপি, শিবসেনার মতো বিরোধী সাংসদরা। বিরোধীদের বক্তব্য, এই ব্যবস্থা সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোটের অন্তরায়। আইন মোতাবেক প্রতি বুথে অনিয়ম রুখতে নজরদারির জন্য উপস্থিত থাকেন রাজনৈতিক দলের মনোনীত এজেন্টরা। আরভিএমে ভোট নেওয়া হলে ভিনরাজ্যে মনোনীত এজেন্ট পাঠাতে পারবে না ছোট দলগুলি। কমিশনের প্রস্তাব ত্রুটিপূর্ণ।

Latest article