রাজ্য-রাজ্যপাল সংঘাত জারি

তামিলনাড়ুতে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে সংঘাত আরও বাড়ল। রাজ্যের আসন্ন পোঙ্গল উৎসবের আমন্ত্রণপত্র নিয়ে এই বিরোধ বেধেছে

Must read

প্রতিবেদন : তামিলনাড়ুতে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে সংঘাত আরও বাড়ল। রাজ্যের আসন্ন পোঙ্গল উৎসবের আমন্ত্রণপত্র নিয়ে এই বিরোধ বেধেছে। পোঙ্গল উৎসবে রাজভবনের তরফে প্রত্যেক বিধায়ককে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন রাজ্যপাল। কিন্তু ওই আমন্ত্রণপত্রে রাজ্য সরকারের কোনও প্রতীক নেই। পরিবর্তে কেন্দ্রীয় সরকারের প্রতীক রয়েছে। সেইসঙ্গে তামিলনাড়ু শব্দটিও উধাও। আমন্ত্রণপত্রে ইংরেজিতে রাজ্যপালকেই আমন্ত্রক হিসেবে উল্লেখ করা হয়েছে। তামিল ভাষায় আমন্ত্রণপত্রে লেখা হয়েছে তামিঝাগার গভর্নর।

আরও পড়ুন-বাড়িতে কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে

এই ঘটনায় রাজ্যের শাসক দল ডিএমকে ও তার সহযোগী দলের বিধায়করা প্রবল ক্ষুব্ধ হয়েছেন। তাঁরা অভিযোগ করেছেন, পোঙ্গল তাঁদের রাজ্যের অন্যতম সেরা উৎসব। সেই উৎসবে রাজ্যপাল রাজভবন থেকে আমন্ত্রণপত্র পাঠাচ্ছেন। অথচ সেই আমন্ত্রণপত্রে রাজ্যের কোনও প্রতীকই নেই। পরিবর্তে রয়েছে কেন্দ্রের প্রতীক। এটা মেনে নেওয়া যায় না। ডিএমকের অভিযোগ, গত বছর পোঙ্গল উৎসবের জন্য রাজভবন থেকে যে আমন্ত্রণপত্র এসেছিল তাতে লেখা ছিল তামিলনাড়ুর রাজ্যপাল। কিন্তু চলতি বছরে সেই আমন্ত্রণপত্রে লেখা হয়েছে তামিঝাগার গভর্নর। বাম সাংসদ এস ইউ ভেঙ্কটেশন আরও একধাপ সুর চড়িয়ে বলেছেন, রাজ্যপাল সোমবার যে দ্রুততার সঙ্গে বিধানসভা ত্যাগ করেছিলেন সেভাবেই তাঁর উচিত এ রাজ্য ছেড়ে চলে যাওয়া।

Latest article