প্রতিবেদন : রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ভারতের সামনে এক অপ্রত্যাশিত সুযোগ এনে দিয়েছে। আগামীদিনে মার্কিন ডলারের মতোই ভারতীয় মুদ্রাতেও বেশ কিছু দেশ তাদের বৈদেশিক বাণিজ্যিক করতে পারে বলে খবর।
কিয়েভের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে একের পর এক নিষেধাজ্ঞা জারি হয়েছে রাশিয়ার উপর। যে কারণে প্রথম বিদেশি রাষ্ট্র হিসেবে ডলার ছেড়ে ভারতীয় মুদ্রায় বৈদেশিক বাণিজ্য শুরু করেছে মস্কো। রাশিয়াকে দেখে আরও প্রায় ৩৫টি দেশ ভারতীয় মুদ্রা টাকাকেই বাণিজ্যের মাধ্যম করার কথা ভাবছে।
আরও পড়ুন-সরকারি খরচে দলের প্রচার? ১৬৪ কোটির নোটিশ কেজরি সরকারকে
আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়ার পর খুব শীঘ্রই শ্রীলঙ্কা এবং মরিশাসও মার্কিন ডলারের পরিবর্তে ভারতীয় মুদ্রাকে বৈদেশিক বাণিজ্যের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারে। এই দুই দেশের মতোই ডলারের ঘাটতি রয়েছে বাংলাদেশ, নেপাল এবং মায়ানমারের মতো প্রতিবেশী দেশগুলির। সে কারণে এই দেশগুলিরও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতীয় মুদ্রা ব্যবহারের প্রতি আগ্রহ বাড়ছে। ২০২২ সালের জুলাই মাসেই রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই ভারতীয় মুদ্রায় বাণিজ্য সম্পন্ন করার ব্যবস্থা তৈরি করেছিল। তারপর থেকেই বিভিন্ন দেশের টাকা নিয়ে আগ্রহ বাড়ছে। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, কিউবা, তাজিকিস্তান, সুদান, লুক্সেমবার্গও টাকা ব্যবহার করার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করছে। এই চারটি দেশ ভস্ট্রো অ্যাকাউন্ট নামে বিশেষ মুদ্রা অ্যাকাউন্ট খোলার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। সেই সুবিধা পাওয়ার জন্য ভারতীয় ব্যাঙ্কগুলির সাহায্য পাওয়ার আশা করছে তারা।
আরও পড়ুন-ভারতের বাঁধগুলি ২৬% জল সঞ্চয় ক্ষমতা হারাবে
ইতিমধ্যেই, মরিশাস এবং শ্রীলঙ্কাকে বিশেষ ভস্ট্রো অ্যাকাউন্ট খোলার অনুমোদন দিয়েছে আরবিআই। বিভিন্ন দেশ ভারতীয় মুদ্রায় বাণিজ্য করা শুরু করলে, আরবিআইকে ভবিষ্যতে ডলার কেনার জন্য ভারতীয় মুদ্রার ক্রেতা খুঁজতে হবে না। উল্লেখ্য, এখনও পর্যন্ত বিশ্বের সর্ববৃহৎ রিজার্ভ কারেন্সি হল মার্কিন ডলার। তাই বিশ্বের বেশিরভাগ লেনদেনই ডলারে হয়। গত কয়েক মাসে বিশ্বের বিভিন্ন দেশেই ডলারের ঘাটতি দেখা দিয়েছে। তাই একটি বিকল্প অর্থ ব্যবস্থার প্রয়োজন তৈরি হয়েছে। এই জায়গাটাই ধরতে চাইছে ভারতীয় মুদ্রা টাকা।