দাদা উইলিয়ামকে দরকারে অঙ্গদান করতেই তাঁর জন্ম!

এজন্যই তিনি নিজের আত্মজীবনের নাম দিয়েছেন স্পেয়ার। কারণ ব্রিটিশ রাজ পরিবারের কাছে তিনি একজন বাড়তি সদস্য মাত্র।

Must read

প্রতিবেদন : নিজের আত্মজীবনীতে ফের এক বিস্ফোরক মন্তব্য করেছেন রাজকুমার হ্যারি। তিনি লিখেছেন, ব্রিটেনের রাজ সিংহাসনের উত্তরাধিকারী হচ্ছেন তাঁর দাদা উইলিয়াম। কিন্তু দাদার যদি কোনওসময় কোনও ভয়ঙ্কর বিপদ হয় এমনকী, অঙ্গহানির মতো ঘটনা ঘটে সেক্ষেত্রে তিনি যাতে অঙ্গদান করতে পারেন তা নিশ্চিত করতেই তাঁর জন্ম। এজন্যই তিনি নিজের আত্মজীবনের নাম দিয়েছেন স্পেয়ার। কারণ ব্রিটিশ রাজ পরিবারের কাছে তিনি একজন বাড়তি সদস্য মাত্র। যাকে দরকারে যেমন, তেমনভাবে ব্যবহার করা যায়।

আরও পড়ুন-বৈদেশিক বাণিজ্যে আগ্রহ বাড়ছে টাকায়

হ্যারি তাঁর আত্মজীবনীতে লিখেছেন, দাদা উইলিয়াম তার থেকে দুই বছরের বড়। রাজ সিংহাসনের উত্তরাধিকারী উইলিয়ামকে সুরক্ষিত রাখতেই সবরকম বন্দোবস্ত। এমনকী ভবিষ্যতে উইলিয়ামের যদি কোনও বিপদ হয় সে কথা মাথায় রেখে তাঁকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল। কার্যত প্ল্যান-বি তৈরি রাখতেই তাঁর জন্ম। তিনি বড় হয়েছেন উইলিয়ামের ছায়া হিসেবে। এমনকী, খুব ছোটবেলাতেই তাঁকে এই বিষয়টি জানিয়েও দেওয়া হয়েছিল। হ্যারির দাবি, তাঁর বাবা তৃতীয় চার্লস তাঁকে রাজপরিবারের বাড়তি সদস্য ছাড়া আর কিছুই ভাবতে পারেন না। সে কারণেই বাবা তাঁর সঙ্গে একই বিমানে উঠতে চাইতেন না। কারণ তাঁর বাবা মনে করতেন, সিংহাসনের দুই উত্তরাধিকারীর কখনওই একসঙ্গে যাতায়াত করা ঠিক না। আত্মজীবনীতে পারিবারিক বৈষম্যের বিষবৃক্ষটা নানা ব্যঞ্জনায় এভাবেই তুলে ধরেছেন চার্লস-ডায়ানার ছোট ছেলে।

Latest article