প্রতিবেদন : জীবন্ত দগ্ধ গোটা পরিবার! হরিয়ানার পানিপথে গ্যাস সিলিন্ডার ফেটে প্রাণ হারাল বাংলার এক পরিযায়ী শ্রমিকের পুরো পরিবার। মৃত ওই পরিবারটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর থেকে কর্মসূত্রে হরিয়ানায় থাকত বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। এদিনের সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন পরিযায়ী শ্রমিক আবদুল করিম (৪৮), তাঁর স্ত্রী আফরোজ (৪৮) ও তাঁদের চার সন্তান।
আরও পড়ুন-দাদা উইলিয়ামকে দরকারে অঙ্গদান করতেই তাঁর জন্ম!
হরিয়ানা পুলিশ জানিয়েছে, পানিপথের তেহসিল ক্যাম্প এলাকার কাছে একটি ঘরে ভাড়া থাকতেন আবদুল। এদিন সকালে আবদুলের স্ত্রী চা তৈরি করতে গ্যাস ওভেন জ্বালাতে গেলে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় আবদুল ও তাঁর চার সন্তান রান্নাঘরেই ছিলেন। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয় গোটা ঘর। ঘটনাস্থলেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় সকলের। আবদুল ও তাঁর স্ত্রী ছাড়াও মর্মান্তিক মৃত্যু হয়েছে তাঁদের তিন মেয়ে ও এক ছেলের। তাঁরা হলেন ইশরাত (১৮), রেশমা (১৬) আবদুস শাকুর (১২) ও আফসানা (৮)।
আরও পড়ুন-বৈদেশিক বাণিজ্যে আগ্রহ বাড়ছে টাকায়
সকালের প্রবল ঠান্ডা ও ঘন কুয়াশার কারণেই প্রতিবেশীরাও বিষয়টি টের পাননি। আগুনের লেলিহান শিখা যখন গোটা বাড়িটি গ্রাস করে নিয়েছে তখনই বিষয়টি প্রতিবেশীদের নজরে পড়ে। তাঁরাই দমকলকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার পর ওই ঘর থেকেই পোড়া দেহগুলি উদ্ধার হয়। ইতিমধ্যেই বাংলায় উত্তর দিনাজপুরে ওই পরিযায়ী শ্রমিকের উপর বাড়িতেও খবর পাঠিয়েছে হরিয়ানা পুলিশ।