প্রতিবেদন : ‘একটি গল্পের জন্মকথা।’ বাংলা অকাদেমিতে আলোচনা। শেখর বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে গল্প তৈরির নেপথ্য কাহিনী শোনালেন জয়ন্ত দে, কুণাল ঘোষ, বিশ্বদীপ দে, গৌর বৈরাগী, শুভময় সরকার প্রমুখ। ছিলেন সাম্প্রতিক সময়ের সেরা লেখক প্রচেত গুপ্ত। জয়ন্ত জানান, তাঁর গল্পের চরিত্রের সঙ্গে বাস্তবের চরিত্রের অনেক সময় মিল পাওয়া যায়। জীবনের টানাপোড়েনেই গল্পের জন্ম দেয়। আবার অনেক সময় গল্পের চরিত্র নিজের মতো করে গড়ে ওঠে।
আরও পড়ুন-স্পিকার সম্মেলনে সরব বিমান
সাংবাদিক-সাহিত্যিক কুণাল ঘোষ বলেন, খবর করতে গিয়ে খবরের স্বার্থে অনেক কিছু লেখা যায় আবার অনেক কথা, কিছু কিছু জায়গা, কিছু কিছু চরিত্র মনের মধ্যে দাগ কেটে যায়। পরে মনে হয় ওটা যদি এমন হত তাহলে বোধহয় ভাল হত। চারপাশে যেগুলো আছে সেখান থেকে গল্প তৈরি করে নেওয়ার চেষ্টা করি। এ প্রসঙ্গে তিনি আনন্দ থেকে প্রকাশিত তাঁর উপন্যাস ‘রানি সাহেবা’র কথা তোলেন। বিশ্বদীপ দে, শুভময় সরকার ও গৌর বৈরাগীও বাস্তবের গল্প হয়ে ওঠার কথা বলেন।