স্পিকার সম্মেলনে সরব বিমান

লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে সর্বভারতীয় স্পিকারদের সম্মেলনে রাজ্যের বিভিন্ন বিষয় তুলে ধরলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

Must read

নবনীতা মন্ডল, নয়াদিল্লি : বুধবার থেকে জয়পুরে শুরু হয়েছে ৮৩ তম সর্বভারতীয় প্রিসাইডিং অফিসারদের সম্মেলন। লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে সর্বভারতীয় স্পিকারদের সম্মেলনে রাজ্যের বিভিন্ন বিষয় তুলে ধরলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এমনকি ইডি মারফত দুর্নীতি দমন আইনে রাজ্যের একাধিক মন্ত্রীর বিরুদ্ধে যে সমস্ত মামলা রুজু করা হয়েছে, সে প্রসঙ্গও তোলেন তিনি। জানা গিয়েছে, তিনি এই প্রসঙ্গ তোলার পর অন্যান্য রাজ্যের স্পিকাররাও তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন। তিনি বলেছেন, যেভাবে ইডি মারফত সমন পাঠানো হচ্ছে তার ফলে জনমানসে রাজ্যের সেই সমস্ত মন্ত্রীদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। বিচারবিভাগ এবং আইনসভার মধ্যে সমস্যার কথাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুন-জোশীমঠ থেকে সরছে সেনাশিবির

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সম্মেলনে বলেছেন, রাজ্যের এক বিচারপতি কোনও মামলায় রায় দিয়ে সেটি নিয়ে আবার টেলিভিশন চ্যানেলে টক-শোতেও অংশগ্রহণ করছেন। বিচারপতির এই আচরণ নিয়ে প্রশ্ন তোলেন বিমান। পাশাপাশি দুর্নীতিদমন আইনে দায়ের হওয়া মামলা নিয়ে তিনি বলেছেন, যে সমস্ত মামলায় ইডিকে পক্ষ করা হয়েছে সেখানে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, ব্রাত্য বসুর মতো মন্ত্রীদেরও জড়ানো হয়েছে। এতে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে।

আরও পড়ুন-হরিয়ানায় গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু বাংলার শ্রমিক পরিবারের

বাংলার স্পিকার আরও বলেন, রাজ্যে মেডিক্যাল পাশ করার পর ভিন রাজ্যে গিয়ে প্র্যাকটিস করছেন অনেকেই। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, একজন পড়ুয়া যখন বাংলায় এমবিবিএস পড়তে আসেন তখন রাজ্য সরকারের ১০ থেকে ১২ লক্ষ টাকা খরচ হয়। মেডিক্যাল পাশ করার পর এরাজ্যে ন্যূনতম ৩ বছর প্র্যাকটিস বাধ্যতামূলক করার আইনের পক্ষে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বিষয়টিই তোলেন বিমান বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এটি তোলার পরই সম্মেলনে উপস্থিত লোকসভার স্পিকার থেকে শুরু করে প্রত্যেকেই জানান, বিষয়টি আমাদের কাছে এতদিন ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে। তাঁর কথায় সম্মতি দেন সবপক্ষ।

Latest article