সংবাদদাতা, কোচবিহার: তৃণমূল যুব কংগ্রেসের বৈঠক চলাকালীন বোমাবাজির অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, বুধবার রাতে কোচবিহার ১ ব্লকের পানিশালা গ্রামপঞ্চায়েতের ধাইয়ের হাট কাশিয়াবাড়ি প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে তৃণমূল যুব কংগ্রেসের বৈঠক চলছিল।
আরও পড়ুন-পৌলমীকে চাকরির আশ্বাস ক্রীড়ামন্ত্রীর
সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসে লাইট বন্ধ করে দিয়ে বোমাবাজি করে। বেশ কয়েকটি বোমা মারে পালিয়ে যায়। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি রফিকুল মিঞা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে পানিশালা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি জানিয়েছেন, বৈঠক চলছিল। তখন দুশো জন কর্মী উপস্থিত ছিলেন। তখনই বোমা পড়ে।