প্রতিবেদন : ইডেনের বাইশ গজে দেখা গেল বোলারদের দাপট। দু’দলের বোলাররাই দাপট দেখালেন। তবে শেষে স্নায়ুর চাপ সামলে ধৈর্য্যের পরীক্ষায় বাজিমাত করল ভারত। বল হাতে ভারতের জয়ের নায়ক যদি হন কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ, তবে ব্যাট হাতে ভারতের জয়ে বড় ভূমিকা নিলেন কেএল রাহুল। ম্যাচের পর রাহুল, কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ ভারত অধিনায়ক রোহিত শর্মা।
আরও পড়ুন-জাকিরের কারখানায় আয়কর হানায় স্পষ্ট কথা তৃণমূল কংগ্রেসের
রোহিত বললেন, ‘‘রাহুল অনেক দিন ধরেই পাঁচ নম্বরে ব্যাট করছে। অভিজ্ঞ ব্যাটার যদি এই পজিশনে ব্যাট করে, তাহলে দল নির্ভরতা পায়। দুর্দান্ত ব্যাট করেছে কেএল। অবশ্যই টপ অর্ডারে এক জন বাঁ-হাতি ব্যাটার থাকা সব সময় ভাল।’’ ওয়ান ডে’তে প্রত্যাবর্তন ম্যাচে ইডেনে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ। চায়নাম্যান স্পিনারের প্রশংসা করে রোহিত বলেন, ‘‘কুলদীপ এসেই উইকেট নিয়ে দলকে সাহায্য করেছে। বোলার হিসেবে এই মুহূর্তে দারুণ আত্মবিশ্বাসী লাগছে কুলদীপকে। এটা দলের জন্য খুব ভাল।’’ কুলদীপ বললেন, ‘‘আমি বোলিং দারুণ উপভোগ করছি।’’
আরও পড়ুন-শিরডিগামী ভক্তদের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, মৃত ১০
পর পর দুই ম্যাচে রান পেলেন রাহুল। বললেন, ‘‘আমি বলব না উইকেট পাটা ছিল বা ব্যাট করা অসম্ভব ছিল। শ্রীলঙ্কার ইনিংসের শুরুতে ভেবেছিলাম ২৮০-৩০০ রানের উইকেট। কিন্তু আমাদের বোলাররা ওদের ২২০-র মধ্যে আটকে রেখে দারুণ কৃতিত্ব দেখিয়েছে। আমি পাঁচ নম্বরে পরিস্থিতি অনুযায়ী ব্যাট করছি। তাড়াহুড়ো করছি না।’’