‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ (series)— ‘দিনের কবিতা’( poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-ঘাঁটি গেড়েছেন আট মন্ত্রী, অরূপ ছুটছেন-সামলাচ্ছেন
স্বস্তি
পাহাড় হাসলে আমি উদ্ভাসিত
পাহাড় কাঁদলে আমি লজ্জিত
আসতে না পারলে আমি হই মলিন
কাঞ্চনজঙ্ঘা ছাড়া যেমন পাহাড় বিলীন
পাহাড় সর্বদা রঙে চনমনে
পাহাড় থাকে সবর্দা মনে মনে
তুমি তো আমার খোলা পৃথিবী
তবে কেন বিঁধবে তোমার চাবি
তুমি তো আমার বিশ্ব ছবি
তুমিই আমার জীবন কবি
শান্তিতে থেকো তোমরা সকলে
স্বস্তি দিও মেঘ বিকালে
(২৩ অক্টোবর, ২০১৩ কার্শিয়াং থেকে দার্জিলিঙের পথে)