রেকর্ড! ৫১ বছরে উষ্ণতম মকর সংক্রান্তি বাংলায়

গত একান্ন বছরে শনিবারই উষ্ণতম মকর সংক্রান্তি কাটাল শহর কলকাতা। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস।

Must read

প্রতিবেদন : গত একান্ন বছরে শনিবারই উষ্ণতম মকর সংক্রান্তি কাটাল শহর কলকাতা। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০০০ সালে মকর সংক্রান্তির দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। ২০১৫ সালে ৪ জানুয়ারি ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে রাতারাতি উধাও হয়েছে শীত।

আরও পড়ুন-দিনের কবিতা

শনিবার হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন রাজ্যের তাপমাত্রা আরও বাড়বে। সেই সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বর্তমানে বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। সেখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতায়। আগামী সপ্তাহে মেঘের দেখা মিলতে পারে। সর্বাধিক বৃষ্টি হতে পারে বুধবার। তবে মেঘ থাকলে স্বাভাবিক নিয়মে তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন দেখা যাবে না।

আরও পড়ুন-ঘাঁটি গেড়েছেন আট মন্ত্রী, অরূপ ছুটছেন-সামলাচ্ছেন

সকালের দিকে রাজ্য জুড়ে চলবে কুয়াশার দাপট। তবে ঘন কুয়াশা ও উচ্চচাপ বলয়ের জোড়া ফলার জেরে তাপমাত্রা খুব একটা কমবে না বলেই মনে করছেন আবহবিদেরা। শীতের আমেজ বজায় থাকলেও গত কয়েকদিনের হাড়-কাঁপানো ঠান্ডার দেখা আপাতত আর মিলবে না। পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে বৃষ্টি হলে স্বাভাবিক নিয়মেই কিছুটা পারদপতন হতে পারে।

Latest article