সংবাদদাতা, কাঁথি : ফের কাঁথি থানায় পুলিশি (police) জিজ্ঞাসাবাদের মুখে বিজেপির (BJP) কাঁথি নগর মণ্ডলের সম্পাদক রামচন্দ্র পণ্ডা। তিনি বিরোধী দলনেতার ছোট ভাই, তথা বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। সৌমেন্দু চেয়ারম্যান থাকাকালীন ঠিকাদার হিসেবে এই রামচন্দ্রের যথেষ্ট দাপট ছিল। আগেও পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় এই বিজেপি নেতাকে গ্রেফতার করেছিল কাঁথি থানার পুলিশ। এবার ১০ কোটির দুর্নীতির সাক্ষী হিসেবে রামকে ডেকে পাঠায় কাঁথি পুলিশ।
আরও পড়ুন-৮ হাজার শীতার্তকে শীতবস্ত্র আইএনটিটিইউসির
শুক্রবার বিকেলে আইনজীবীকে সঙ্গে নিয়ে কাঁথি থানায় হাজিরা দেন রাম। পুলিশ সূত্রে খবর, কাঁথি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে রাস্তার কাজে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন, কাঁথি পুর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডে একটি রাস্তা দুর্নীতির মামলায় সাক্ষী হিসেবে ১৬০ নোটিশের ভিত্তিতে রামচন্দ্র পণ্ডাকে ডাকা হয়েছিল। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।