বাংলার প্রতি বঞ্চনা-বৈষম্যের প্রতিবাদে মুখর নবগ্রাম

খলিলুর বলেন, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তার কোনওটাই পালন করেনি। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে গরিব মানুষেরও জীবনে প্রভাব পড়ছে

Must read

সংবাদদাতা, বহরমপুর : কেন্দ্রের জনবিরোধী নীতি-সহ পেট্রোপণ্যের (fuel) মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। শনিবার বিকেলে নবগ্রাম বিধানসভার খাগড়াঘাট স্টেশন এলাকায় এক সভার আয়োজন করে তৃণমূল। ছিলেন সাংসদ খলিলুর রহমান, তিন বিধায়ক কানাই মণ্ডল, অপূর্ব সরকার ও সৌমিক হোসেন, রাজীব হোসেন প্রমুখ।

আরও পড়ুন-দুর্নীতি নিয়ে পুলিশি জেরায় রামচন্দ্র

কানাই বলেন, ভারত জোড়ো যাত্রার নামে কংগ্রেস মিথ্যাচার করছে। সিপিএম ৩৪ বছরে কিছু করেনি, উপরন্তু কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির হাত শক্ত করছে। কিন্তু মানুষ তৃণমূলের উন্নয়ন দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছেন। খলিলুর বলেন, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তার কোনওটাই পালন করেনি। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে গরিব মানুষেরও জীবনে প্রভাব পড়ছে।

Latest article