বিরাট-মঞ্চে রেকর্ড জয় সিরাজের হাত ধরে

ভারত ৩৯০/৫ (৫০ ওভার), শ্রীলঙ্কা ৭৩ (২২ ওভার)

Must read

তিরুঅনন্তপূরম, ১৫ জানুয়ারি : হায়দরাবাদের রাস্তায় বাবা অটো চালাতেন। খুব কষ্ট করে সংসার চলত তখন। তার মধ্যেও বাবা ছেলেকে বুট-টুট কিনে দিতেন। এটা ভেবে যে, তাঁর ছেলে একদিন দেশের হয়ে খেলবে।
মহম্মদ সিরাজের বাবা এখন নেই। ছেলের এই উত্থান তিনি দেখে যেতে পারেননি। এই কাহিনি সবার জানা। কিন্তু তিনি থাকলে এটা দেখতে পারতেন যে, ছেলে এখন নতুন বলে রোহিতদের ড্রেসিংরুমের মস্ত ভরসা হয়ে উঠেছেন। এতটাই যে রবিবাসরীয় সন্ধায় একাই ভাঙলেন শ্রীলঙ্কার (India vs Sri Lanka) ব্যাটিংকে। ১০ ওভারে ৩২ রানে চার উইকেট। বিরাট-ঝড়ে এমনিতেই কাবু শ্রীলঙ্কার সিরাজের এই ধাক্কা সামলানোর কোনও উপায় জানা ছিল না। তারা ২২ ওভারে গুটিয়ে গেল ৭৩ রানে। ৩১৭ রানে ম্যাচ জিতল ভারত। একদিনের ক্রিকেটে এটাই এযাবৎ সবথেকে বড় জয়। দ্বিতীয় বড় জয় নিউজিল্যান্ডের আয়ারল্যান্ডকে ২৯০ রানে হারানো।

৫০ ওভারে ৩৯১ রান করতে হত শ্রীলঙ্কাকে। যেটা অসম্ভব দেখাচ্ছিল শুরু থেকে। অথচ উইকেট একই ছিল। যে উইকেটে শুভমন আর বিরাট রানের বন্যা ছোটালেন, সেখানে সিংহলীরা ৭৩ রান করে হেরে গেল ৩১৭ রানে। ৩-০ তে সিরিজ জয় ভারতের। হল হোয়াইটওয়াশও। গোটা সিরিজে সিংহলী ব্যাটিং-বোলিং দানা বাঁধেনি। দাসুন শনাকা বিক্ষিপ্ত লগ্নে জ্বলে উঠেছেন। নুয়ানিন্দু ফারনান্ডো মাঝেমধ্যে ভাল খেললেন। কিন্তু অলরাউন্ডার ওয়েনিন্দু হাসরারাঙ্গার অফ ফর্ম বিস্তর ভোগাল সফরকারীদের।

২০২৩ বিশ্বকাপের স্টেজ রিহার্সাল চলছে এখন। ভারতীয় কোচ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট, সবার মুখে মিশন বিশ্বকাপের কথা শোনা যাচ্ছে নিয়মিত। তিরুঅনন্তপূরমে ভারতীয় টপ অর্ডার রবিবার যেভাবে খেলল, তাতে স্বস্তির কারণ থাকছে সবার জন্য। শুভমন গিল আর বিরাট কোহলি সেঞ্চুরি করলেন। রোহিত শর্মা ৪২ করে আউট হয়ে গেলেও মনে হচ্ছিল তাঁর জন্যও তিন অঙ্কের রান অপেক্ষা করে আছে।
ইডেনে ভারতীয় ব্যাটিং কিছুটা চাপে পড়েছিল। কিন্তু রাহুল সেই চাপ থেকে দলকে উদ্ধার করেছিলেন। গ্রিনফিল্ড স্টেডিয়ামে সেরকম কোনও চাপই ছিল না। থাকার কথাও নয়। রোহিত আর শুভমন মিলে দারুণ শুরু করেছিলেন। দুজনের জুটিতে ৯৫ রান ওঠার পর রোহিত ফিরে যান করুণারত্নের বলে। আসল খেলাটা অবশ্য এরপরই হল। কারণ বিরাট কোহলি এলেন। শুভমন অর বিরাটের জুটিতে উঠেছে ১৩১ রান। তখন থেকেই শ্রীলঙ্কা ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে গিয়েছে।

আরও পড়ুন-জয় শ্রীরাম না বলায় এক ব্যক্তিকে চলন্ত ট্রেনেই নগ্ন করে মারধর

রোহিত (India vs Sri Lanka) টসে জিতে আগে ব্যাটিং নিয়েছিলেন। আর পাটা উইকেটে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ভারত তুলে ফেলে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯০ রান। রোহিত দুটি বাউন্ডারি আর তিন ছক্কায় মোমেন্টাম সেট করে গিয়েছিলেন। তার উপর দাঁড়িয়ে সিংহলী বোলিংকে ছত্রখান করে গেলেন বিরাট আর শুভমন। এই সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন বিরাট। কলকাতায় রান না পেলেও এখানে ফের সেঞ্চুরি করলেন। আর সেটা আরও বিধ্বংসী মেজাজে।

শুভমনও একদিনের ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন এদিন। দেশে এটা শুভমনের প্রথম সেঞ্চুরি।
৯৭ বলে ১১৬ রান করেছেন শুভমন। ১৪টি বাউন্ডারি, ২টি ওভার বাউন্ডারি। দলের ২২৬ রানে ফিরে যান পাঞ্জাব ওপেনার। শ্রেয়স এবার ২২ গাজে যোগ দেন বিরাটের সঙ্গে। ৩২ বলে ৩৮ রান করে যাওয়ার পথে বিরাটের সঙ্গে তিনি ১০৮ রান যোগ করে গিয়েছেন। তবে রাহুল (৭) আর সূর্যর (৪) জন্য দিনটা ভাল গেল না। যেটা নিয়ে মাথা ঘামানোর দরকারও পড়েনি। ততক্ষনে বিরাট তাণ্ডব শুরু হয়ে গিয়েছিল গ্রিনফিল্ড স্টেডিয়ামে। একদিনের ক্রিকেটে বিরাট এদিন তাঁর ৪৬ তম সেঞ্চুরি পেয়ে গেলেন। তাঁর সামনে এখন শুধু শচীন তেন্ডুলকরের ৪৯ শতরান। ১১০ বলে ১৬৬ নট আউট ইনিংসে বিরাট চার মেরেছেন ১৩টি। ছক্কা ৮টি। আর এই রান করার পথে তিনি এদিন কয়েকটি নতুন মাইলস্টোনও গড়ে ফেলেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এটা বিরাটের দশম সেঞ্চুরি। তিনি এতে পিছনে ফেলে দিলেন শচীনের ৯টি সেঞ্চুরিকে। একদিনের ক্রিকেটে মাহেলা জয়বর্ধনের ১২,৬৫০ রানকেও এদিন বিরাট পিছনে ফেলে দিয়েছেন। একদিনের ক্রিকেটে রানের হিসাবে তিনি এখন আছেন পঞ্চম স্থানে।

Latest article