প্রতিবেদন : বিজেপির ফাটল আরও চওড়া হল। বিজেপির অন্দরে এবার বিদ্রোহ ঘোষণা করলেন ভারতী ঘোষ (BJP- Bharati Ghosh)। সরাসরি সুকান্ত বিজেপি লবির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে কার্যত জেহাদ ঘোষণা করে সুকান্ত লবির বিরুদ্ধে রণংদেহি মূর্তিতে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন ভারতী (BJP- Bharati Ghosh)। গত ৩০ ডিসেম্বরে বন্দে ভারত উদ্বোধনে আমন্ত্রণ পাননি ভারতী। তাঁর অভিযোগের তির অগ্নিমিত্রা পলের দিকে। এবার ভিভিআইপি কার্ড বিলির দায়িত্বে ছিলেন তিনি৷ অভিযোগকারী ভারতী ঘোষ সেই কার্ড পাননি। নামের তালিকায় তাঁর নামও নেই৷ এই পরিস্থিতিতে শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। তিনি তাঁর ঘনিষ্ঠ মহলে বলেছেন, এর থেকে দিলীপ ঘোষের জমানা ভাল ছিল। সব কিছু কুক্ষিগত করে রাখার ব্যাপার ছিল না। এখানে গোষ্ঠীবাজিতেই সব শেষ হচ্ছে বিজেপির। এভাবে চললে আগামী দিনে বিজেপির অবস্থা আরও খারাপ হবে।
এই মুহূর্তে বঙ্গ বিজেপি একাধিক গোষ্ঠীতে বিভক্ত। দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, শুভেন্দু বিজেপি। গোষ্ঠীবাজি সামাল দিতে অপারগ কেন্দ্রীয় নেতৃত্ব। এই পরিস্থিতিতে বিজেপির অন্দরে বিদ্রোহ করে পরিস্থিতি আরও ঘোরালো করে তুলেছেন ভারতী ঘোষ।