সংবাদদাতা, ঝাড়গ্রাম : মকর সংক্রান্তিতে এখনও ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ঐতিহ্যপূর্ণ বিরল বুলবুল পাখির লড়াই হয়। গোপীবল্লভপুর রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে শতাব্দীপ্রাচীন বুলবুলি পাখির লড়াই ঘিরে ছিল উন্মাদনা। সুর্বণরেখায় স্নান সেরে পিঠেপুলি খেয়ে এলাকার মানুষজন ভিড় জমান রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে।
আরও পড়ুন-দুয়ারে এসএসকেএম, গ্রামে-গ্রামে যাক জুনিয়র চিকিৎসক, হাসপাতালের প্রতিষ্ঠা দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর
উদ্দেশ্য, বুলবুলির লড়াই দেখা। লড়াই মূলত দুটি পাড়াকে কেন্দ্র করে হয়। চিরপ্রতিদ্বন্দ্বী গোপীবল্লভপুরের দক্ষিণ সাই ও বাজার সাই। সাই মানে পাড়া। খেলার জন্য একমাস আগে থেকেই বিভিন্ন জায়গা থেকে বুলবুলি ধরে আনেন প্রতিযোগীরা। এরপর কলা, আপেল, দুধ খাইয়ে পোষ মানান। মকর সংক্রান্তির সকাল থেকে পাখিদের অভুক্ত রাখেন। সংক্রান্তির দিন দুপুর থেকে মন্দির প্রাঙ্গণে চাঁদোয়া টাঙিয়ে, মঞ্চ তৈরি করে শুরু হয় লড়াই। এই লড়াইয়ে কোনও অস্ত্র ব্যবহার করা হয় না। রক্তপাতহীন লড়াই। উপোস থাকা পাখিদের সামনে পাকা কলা দেখিয়ে লড়াই লাগানো হয়। পরাজিত পাখির ঝুঁটি কেটে দেওয়া হয়। এই লড়াইয়ের প্রতিযোগীরা স্থানীয় ভাষায় হাউসি বলে পরিচিত। পরিচালনার দায়িত্বে থাকা রঞ্জিত পাণ্ডে, স্বরূপ দাস, রাহুল মুদলি, তপন দেহুরিরা জানান, এবার ১৫টি পাখিকে হারিয়ে প্রথম হয় বাজার পাড়ার স্বরূপ দাসের পাখি।