দুয়ারে এসএসকেএম, গ্রামে-গ্রামে যাক জুনিয়র চিকিৎসক, হাসপাতালের প্রতিষ্ঠা দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর

সোমবার এসএসকেএম হাসপাতালের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Must read

পঞ্চায়েত নির্বাচনের আগে এবার এল নয়া প্রস্তাব, দুয়ারে এসএসকেএম! চলতি বছর ফেব্রুয়ারি থেকেই এস‌এসকেএম হাসপাতালের চিকিৎসকেরা পৌঁছে যাবেন প্রত্যন্ত এলাকায়। সোমবার এসএসকেএম হাসপাতালের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যন্ত এলাকায় গিয়ে পরিষেবা দিলে বিশেষ সুবিধাও পাওয়া যাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-বিরোধীদের ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ এসএসকেএম হাসপাতালের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান থেকেই প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পরিষেবার উন্নতি করতে জুনিয়র চিকিৎসকদের তৎপর হওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি এস‌এসকেএম-এর জুনিয়র চিকিৎসকদের সপ্তাহে তিন-চারদিন প্রত্যন্ত এলাকায় পরিষেবা দেওয়ার আবেদন জানান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জুনিয়র চিকিৎসকেরা প্রত্যন্ত এলাকায় গিয়ে পরিষেবা দিলে আলাদা সুবিধা পাবেন।’

আরও পড়ুন-জাকির-সাকেতের হেনস্থা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

আজ জুনিয়র চিকিৎসকদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। রাতে হাসপাতালে সিনিয়র চিকিৎসকদের থাকা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘হার্ট অ্যাটাক আর দুর্ঘটনা মাঝরাত আর ভোরবেলা হয়। সেই সময় কেউ থাকে না। ডাকলেও পাওয়া যায় না।কিন্তু হাসপাতালে জুনিয়র আর সিনিয়র ডাক্তাররা থাকেন। পরিষেবা দেন।’

আরও পড়ুন-অরিজিৎ সিংয়ের পাশে মুখ্যমন্ত্রী, হাসপাতাল তৈরি হবে মুর্শিদাবাদে

তিনি আরও বলেন, ‘অনেকে আছেন বাইরে যাওয়াটা নেশা। প্রচুর আয় করলাম। কিন্তু একটা অসুখ হলে দেখার কেউ নেই। অন্যদিকে, বাবা মায়েদের দিক থেকে দেখলে, জীবনের ২৫টা বছর ছেলে মেয়েকে মানুষ করতে চলে গেল। আর শেষ জীবনে পড়ে রইল একাকীত্ব। কাউকে বৃদ্ধাশ্রম চলে যেতে হচ্ছে আর কারও হয়তো বাথরুমে পড়ে গেলে তুলে নিয়ে যাওয়ারও লোক নেই। পরিবার-পরিজনকে নিয়ে থাকা আনন্দের না ওই জীবনটা আনন্দের আপনিই বলুন তো। এ রাজ্যেই যদি সব কিছু পাওয়া যায় তাহলে বাইরে যাওয়ার কী দরকার?” তাঁর মতে, বাইরে যাওয়া প্রয়োজন না হলে শুধু শখ হলে মেটাতে যাওয়া ভালো না। আমারই এক ভাইঝি শিকাগোও আছে। কিন্তু আমার পছন্দ নয়।’ এদিন তিনি বলেন, ‘দু’টাকা কম রোজগার হতে পারে। কিন্তু কলকাতা বা রাজ্যে পাঁচ টাকায় যেমন মা ক্যান্টিনে পেট ভরে খাবার পাওয়া যায়, তেমনই বিনা পয়সায় রেশন পাওয়া যায়। পাওয়া যায় বিনা খরচে স্বাস্থ্য পরিষেবা। এই ব্যবস্থা দেশের আর কোনও রাজ্যে পাওয়া যায় না।’

আরও পড়ুন-পাটনা যাওয়ার পথে উল্টে গেল কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের কনভয়ের গাড়ি, আহত একাধিক

এদিন মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে কয়েকটি নতুন প্রকল্পের শুভ উদ্বোধন করেন। রেডিও থেরাপি বিভাগের সেমিনার হল, পুলিশ হাসপাতালে ১.৫ টেলসা এমআরআই ইউনিট, হেড নেক সার্জারি বিভাগের ১০ টি আইসিইউ, একাধিক গ্যাংওয়ে-সহ বেশ কিছু পরিষেবা উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-আজ ঝটিকা সফরে সাগরদিঘিতে মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ”বাইরে ইনকাম অনেক হতে পারে, কিন্তু খাওয়া, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া যা খরচ, তার থেকে এখানে থেকে কম খরচায় ভালো জীবন কাটানো সম্ভব । নিজে হিসেব করুন না, কলকাতায় এক লাখ টাকায় ডুগডুগি বাজিয়ে আমি ভালো জীবন কাটাতে পারব। বেশি খেলেও খরচা হয় না। মা ক্যান্টিন আছে। ফ্রি রেশন আছে। ফ্রি চিকিৎসা পরিষেবা আছে। অনেক সুবিধে। সব থেকে বড় পরিবারের সবার সঙ্গে মিশে থাকার আনন্দ আলাদা। জীবনে বহু কোটির টাকার মালিক হলেন, কিন্তু শারীরিকভাবে সুস্থ নন। মানসিক স্বাস্থ্য যদি আপনার ভালো না হয়, কথা বলার জন্য পরিবার না থাকে, একাকীত্ব আপনাকে গ্রাস করবে। সকালে ঘুম থেকে উঠেই মনে হবে পেটে ব্যথা, দুপুরে মাথা ব্যথা, সন্ধেবেলা হৃদয়ে ব্যথা, রাতে ঘুমে ব্যথা, এগুলি কি আপনাকে ভালো জীবন দেবে?”

Latest article