প্রতিবেদন : একদিকে কালো ব্যাজ পরে আইনজীবীদের কালাদিবস পালন, এজলাস বয়কট এবং স্বতঃস্ফূর্ত প্রতিবাদ মিছিল, অপরদিকে দিল্লি থেকে আসা বার কাউন্সিলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির ৩ সদস্যের সঙ্গে প্রতিবাদী আইনজীবীদের বৈঠক— এই নিয়ে সোমবার রীতিমতো সরগরম হয়ে উঠল হাইকোর্টের পরিবেশ।
আরও পড়ুন-আবাসের টাকা চেয়ে ফের চিঠি
রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান বিধায়ক অশোক দেব এদিন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের স্পষ্ট জানিয়েছেন, আইনজীবীদের অবশ্যই প্রতিবাদ করার অধিকার রয়েছে। সেই অধিকার কখনওই খর্ব করা যায় না। এর বিরুদ্ধেই প্রতিবাদ আন্দোলন। তবে একইসঙ্গে অশোক দেব এটাও স্পষ্ট করে দেন, বিচারব্যবস্থা এবং বিচারপতিদের প্রতি আইনজীবীদের পূর্ণ আস্থা এবং সম্মান রয়েছে। কিন্তু আইনজীবীদের অধিকারও যাতে সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করার জন্য বার কাউন্সিলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের অনুরোধ জানান রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব।
আরও পড়ুন-সাগরে আবর্জনা সাফ মন্ত্রীদের
তিনি জানান, ফ্যাক্ট ফাইন্ডিং টিম দু’বার আসে রাজ্য বার কাউন্সিল অফিসে। সেখানেই বৈঠক হয় তাঁদের মধ্যে। তবে তার আগে রেজিস্ট্রারের সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের বৈঠকে কাউন্সিলের রাজ্য চেয়ারম্যানকে কথা বলতে দেওয়া হয়নি। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গেও বৈঠক করেন কাউন্সিলের ৩ প্রতিনিধি।