সাগরে আবর্জনা সাফ মন্ত্রীদের

সোমবার বেলা এগারোটা নাগাদ রাজ্যের ছয় মন্ত্রী, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক আনুষ্ঠানিকভাবে প্রতীকী সাফাই অভিযান শুরু করলেন।

Must read

সংবাদদাতা, গঙ্গাসাগর :‌ চলতি বছরের সাগরমেলা শেষ। এবার লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমনে সমুদ্রতটে জমে থাকা আবর্জনা পরিষ্কারের পালা। আগামী কয়েকদিন ধরে চলবে সাগরতট সাফাই অভিযান। সোমবার বেলা এগারোটা নাগাদ রাজ্যের ছয় মন্ত্রী, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক আনুষ্ঠানিকভাবে প্রতীকী সাফাই অভিযান শুরু করলেন। এলা মাঠের চার নম্বর তট দিয়ে শুরু হল অভিযান।

আরও পড়ুন-হাসপাতাল থেকে বার্তা পন্থের

ঝাঁটা হাতে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু, পুলক রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী ও বঙ্কিম হাজরা ও জেলাশাসক সুমিত গুপ্তা। এছাড়াও উপস্থিত ছিলেন এবারের মেলার সঙ্গে যুক্ত সাফাইকর্মীরা। এদিন বেশ কিছুটা তট মন্ত্রীরা নিজেরাই পরিষ্কার করেন। আগামী ১৫ দিন ধরে টানা চলবে সাফাই অভিযান। এবারের মেলার স্লোগান ছিল গো গ্রিন গঙ্গাসাগর। সেজন্য প্রায় পাঁচ হাজার সাফাইকর্মী মোতায়েন ছিল। সাগর পঞ্চায়েত সমিতি ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের পক্ষ থেকে এই সাফাইকর্মী নিয়োগ করা হয়েছিল। মেলা শুরু থেকে প্রতিদিন চলে সাফাই অভিযান।

আরও পড়ুন-শেফালি-শ্বেতার দাপটে দ্বিতীয় জয় মেয়েদের, রিচার ব্যাটে ৪৯ রান

এবার মেলা শেষে পুণ্যার্থীদের ফেলে যাওয়া পুজোর উপকরণ সহ নানান আবর্জনায় ভরে উঠেছে সমুদ্র ও সাগরতট। সেই তটকে পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য চলবে এই বিশেষ অভিযান। মন্ত্রী সুজিত বসু বলেন, মিশন নির্মল বাংলা আমাদের সরকারের কর্মসূচি। পঞ্চাশ লক্ষের বেশি পুণ্যার্থীর ভিড় হয়েছিল এবার। সেই আবর্জনা দ্রুত পরিষ্কার করা চলছে।

Latest article