প্রতিবেদন : ১৬ বছর আগে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন স্বামী দীপক পোখরেল। আর রবিবারের দুর্ঘটনা কেড়ে নিল দীপকের স্ত্রী অঞ্জুকে। যিনি অভিশপ্ত বিমানের কো-পাইলট। ইয়েতি এয়ারলাইন্স জানিয়েছে, রবিবার পোখরায় ভেঙে পড়া বিমানের কো-পাইলটের আসনে ছিলেন অঞ্জু খাতিবাদা। তাঁর স্বামী দীপকও এই বিমান সংস্থারই কর্মী ছিলেন।
আরও পড়ুন-মোদির উদ্বোধন করা প্রমোদতরী আটকে গেল মাঝগঙ্গায়
বিমান সংস্থার মুখপাত্র সুদর্শন বারতৌলা জানিয়েছেন, অঞ্জুর স্বামী দীপক তাঁদের সংস্থার কর্মী ছিলেন। ১৬ বছর আগে এক বিমান দুর্ঘটনাতেই দীপকের মৃত্যু হয়েছিল। অঞ্জু দীর্ঘদিন ধরেই তাঁদের সংস্থায় চাকরি করছিলেন। অত্যন্ত দক্ষ এই কো-পাইলট ছিলেন সদা হাস্যময়। অঞ্জুর আকাশে ওড়ার অভিজ্ঞতা প্রায় সাড়ে ছয় হাজার ঘণ্টার কাছাকাছি। এর আগেও তিনি পোখরায় বিমান উড়িয়ে নিয়ে গিয়েছিলেন। তাই রবিবারের ঘটনা যেন বিশ্বাস হচ্ছে না।
আরও পড়ুন-ভোটের লক্ষ্যে কৌশল বিজেপির
জানা গিয়েছে, স্বামীকে দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন অঞ্জু। সীমাহীন আকাশ উড়ে বেড়াতে ভালবাসতেন ওই তরুণী। বিমান দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পর বিমা সংস্থা থেকে পেয়েছিলেন মোটা টাকা। সেই টাকার অনেকটাই তিনি খরচ করেন বিমান চালানোর প্রশিক্ষণ নিতে। প্রশিক্ষণ শেষে চাকরির জন্য আবেদন করেন। চাকরি পেয়েছিলেন ইয়েতি এয়ারলাইন্সে। রবিবার ভেঙে পড়া এটিআর-৭২ বিমানের কো-পাইলটের আসনে ছিলেন অঞ্জু। রবিবার সকাল ১০টার সময়ও তিনি জানতেন না, তাঁর এবং বিমানের যাত্রীদের জন্য মৃত্যু দোরগোড়ায় অপেক্ষা করছে। ওড়ার মাত্র মিনিট ২৫ এর মধ্যেই পোখরা বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায়। জীবন্ত দগ্ধ হয়ে সব যাত্রী প্রাণ হারান৷