‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ (series) — ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-১ শতাংশের হাতেই ৪০ শতাংশ সম্পদ, মোদি জমানায় আর্থিক বৈষম্যের চিত্র ভয়াবহ
চাকরির ইন্টারভিউ
তোমার নাম? রাম নাম
তোমার ঠিকানা? অজ্ঞাত ধাম
তোমার বয়স? তিন, তিনে-ছক্কা
তোমার শিক্ষা? রাম নাম দীক্ষা
বাবার নাম? বলতে নেই
একসচেঞ্জের নাম্বার? দেখতে নেই
চাকরি করবে? চাকর-বাকর
মাইনে কত? গালে থাপ্পড়
ইংরেজি জানো? ইঞ্জিনিয়ার স্যার
কমপিউটার মানে? কমপাউন্ডার
বাবা কোথায়? বাগবাজারে
তুমি কোথায়? ঠগ ভাগাড়ে
চাকরি হবে না? বেঁচে গেলাম স্যার
ভবিষ্যৎ কী? হরিনাম জপার।