নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : রিমোট ভোটিং মেশিনের মাধ্যমে দূরের ভোটারদের ভোট নেওয়ার প্রস্তাবকে খারিজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস-সহ সব বিরোধী দল। জাতীয় নির্বাচন কমিশনের এই প্রস্তাবের বিরোধিতার পাশাপাশি এই পদ্ধতির বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবাসী ও পরিযায়ী ভোটারদের জন্য আরভিএমে ভোটদান কেন বাস্তবসম্মত নয় তার ব্যাখ্যাও দিয়েছেন অভিষেক।
আরও পড়ুন-ত্রিপুরায় হবে ১৬ ফেব্রুয়ারি মেঘালয় ও নাগাল্যান্ডে ২৭-এ, উত্তর-পূর্বের ৩ রাজ্যে ভোট ঘোষণা কমিশনের
এবিষয়ে নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রশ্ন তুলেছেন, ভিনরাজ্যে ভোটদানের ক্ষেত্রে আদর্শ আচরণবিধি পালনের কী হবে? কারণ, একরাজ্যে যখন আদর্শ আচরণবিধি বলবৎ তখন অন্য রাজ্যে ভোট প্রক্রিয়া জারি না থাকলে আচরণবিধি চালু থাকবে না। সেক্ষেত্রে ভিনরাজ্যের ভোটারদের বিষয়ে কী পদক্ষেপ? অভিষেকের প্রশ্ন, ভিনরাজ্যের ভোটারদের উপর সেখানকার শাসকদল প্রভাব বিস্তার করতে পারে। ভিনরাজ্যের ভোটারদের প্ররোচিত করতে সেখানকার ক্ষমতাসীন দল জবরদস্তিমূলক ব্যবস্থা নিতে পারে যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে প্রভাবিত করবে। রিমোট ভোটিং প্রক্রিয়ায় ব্যবহৃত ইভিএমের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিষেক। তিনি আরও উল্লেখ করেছেন, যেসব রাজ্যে নির্বাচন হবে সেইসব রাজ্য থেকে ভৌগোলিক অবস্থানগত দূরত্বের কারণে প্রবাসী ভোটাররা ভোটপ্রক্রিয়ার সঙ্গে একাত্ম হতে পারবেন না, যা তাঁদের সাংবিধানিক অধিকারের উপর প্রভাব ফেলতে পারে। দূরবর্তী ভোটারদের ভোটদানের ক্ষেত্রে প্রচারের জন্য ইলেকট্রনিক নির্বাচনী সামগ্রীর প্রয়োজন হবে। সেক্ষেত্রে যাঁদের স্মার্টফোন, কম্পিউটার বা ইন্টারনেট সংযোগের অভাব রয়েছে তাঁরা বঞ্চিত হবেন। ইভিএমের নিরাপত্তা প্রসঙ্গে অভিষেক উল্লেখ করেছেন, এর আগেও বিভিন্ন গাড়ি ও বাড়িতে ইভিএম মেশিন পাওয়ার ঘটনা ঘটেছে। এর আগেও নির্বাচন কমিশন দূরবর্তী ভোটারদের জন্য ব্লকচেন প্রযুক্তি ব্যবহারের ভাবনাচিন্তা করেছিল। কিন্তু নিরাপত্তাজনিত দুর্বলতার কারণে সেই পদ্ধতি বাস্তবায়িত হয়নি।
আরও পড়ুন-কৃষির উন্নয়নে বড় অঙ্কের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি
আরভিএমে আপত্তি জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলেছেন, এদেশের কোটি কোটি ভোটার তাঁদের ভোট অবাধ ও নিরপেক্ষভাবে দিতে চান। এটা তখনই সম্ভব যখন তাঁরা ভোটদান প্রক্রিয়ার প্রতি আস্থাশীল হবেন। কিন্তু আরভিএমের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া এমন একটি পদক্ষেপ যা দেখে মনে হচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক বা প্ল্যাটফর্মকে সুবিধা করে দিতেই এমন ভাবনা। নির্বাচন কমিশন কোনও বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে এ বিষয়ে তাড়াহুড়ো করছে কি না সেই প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।