কৃষির উন্নয়নে বড় অঙ্কের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি

অনুষ্ঠানে রাজ্যের অর্থসচিব মনোজ পন্থ, কৃষিসচিব ওঙ্কার সিং মিনা, রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক অধিকর্তা আর কেশবন প্রমুখ উপস্থিত ছিলেন

Must read

প্রতিবেদন : জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক নাবার্ড আগামী ২০২৩-২৪ আর্থিক বছরে রাজ্যে কৃষি, পরিকাঠামো-সহ বিভিন্ন গ্রামীণ ক্ষেত্রে ২ দশমিক ৭০ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে। যা চলতি আর্থিক বছরের তুলনায় ৯ দশমিক ৩ শতাংশ বেশি। রাজ্যে তাঁদের ঋণ পরিকল্পনা নিয়ে বুধবার এক সভায় নাবার্ডের চিফ জেনানেল ম্যানেজার উষা রমেশ একথা জানিয়েছেন।

আরও পড়ুন-উত্তরপ্রদেশে ফের পিটিয়ে খুন দলিত যুবককে

তিনি বলেন, বিভিন্ন জেলার গ্রামীণ এলাকার কৃষি ও পরিকাঠামো ক্ষেত্রে প্রয়োজন ও সম্ভাবনার দিকগুলি খুঁটিয়ে পর্যালোচনার পর ঋণের লক্ষ্যমাত্রা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রমেশ আরও জানিয়েছেন, আগামী অর্থবছরে অগ্রাধিকার ক্ষেত্রগুলিতে মোট ঋণ লক্ষ্যমাত্রার প্রায় ৪৫ শতাংশই ক্ষুদ্র ও কুটির শিল্প ক্ষেত্রে দেওয়া হবে। কৃষি ও সহযোগী শিল্পক্ষেত্রকে মোট লক্ষ্যমাত্রার ৪০ শতাংশ ঋণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া স্বনির্ভর গোষ্ঠী, গ্রামীণ আবাসন, সামাজিক পরিকাঠামো, অপ্রচলিত শক্তির ব্যবহার, রফতানি বৃদ্ধি ও শিক্ষাখাতে আনুপাতিক হারে ঋণ দেওয়া হবে। অনুষ্ঠানে রাজ্যের অর্থসচিব মনোজ পন্থ, কৃষিসচিব ওঙ্কার সিং মিনা, রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক অধিকর্তা আর কেশবন প্রমুখ উপস্থিত ছিলেন।

Latest article