নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতার আবেদন শুনে বিস্মিত হল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সহ ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। প্রশাসনিক আধিকারিকদের বদলি-পোস্টিং নিয়ে দিল্লি সরকার এবং কেন্দ্রের মধ্যে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে। ১০ জানুয়ারি থেকে ওই মামলার শুনানি শুরু হয়েছে। প্রথম পর্বের শুনানির শেষে পৌঁছে বুধবার কেন্দ্রের তরফে মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানোর দাবি জানান মেহতা।
আরও পড়ুন-ভারতীয় আইনে দুই বিদেশির বিয়ে নথিভুক্ত হতে পারে : হাইকোর্ট
সলিসিটর জেনারেলের এই আবেদন শুনানিতে নতুন মোড় এনে দিয়েছে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে বিষয়টির শুনানি হচ্ছে। প্রধান বিচারপতি চন্দ্রচূড় ছাড়াও বেঞ্চে রয়েছেন বিচারপতি এম আর শাহ, বিচারপতি কৃষ্ণা মুরারী, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পি এস নরসিমা। বুধবার মামলার শুনানির সময় সলিসিটর জেনারেল মেহতা ২০১৮ সালে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের দেওয়া সিদ্ধান্তের রেফারেন্স নিতে বলেন। ওই সময় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ সংবিধানের অনুচ্ছেদ ২৩৯-এ বাতিল করেছিল এবং দিল্লি সরকারের ক্ষমতা নির্ধারণ করেছিল। ওই বেঞ্চে ৯ জন বিচারপতি ছিলেন।
আরও পড়ুন-পাঞ্জাবে ফের ধরা পড়ল পাক ড্রোন, উদ্ধার হয়েছে চিনা বন্দুক, কার্তুজ
এদিন তুষার মেহতা বলেন, কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ফেডারেলিজম বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোটি পুনর্বিবেচনা করা দরকার। মেহতার বক্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, এটা যদি রেফারেন্সের বিষয় হত তবে আমরা বিষয়টিকে অন্যভাবে দেখতাম। পুরো শুনানিতে কখনওই রেফারেন্সের বিষয়টি উল্লেখ করা হয়নি বা বৃহত্তর বেঞ্চের কথা বলা হয়নি। এখন চূড়ান্ত শুনানির সময় রেফারেন্স নিয়ে বিতর্ক কীভাবে?