ভারতীয় আইনে দুই বিদেশির বিয়ে নথিভুক্ত হতে পারে : হাইকোর্ট

জানা গিয়েছে, ওই বিদেশি নাগরিকদের একজন ছিলেন কানাডার। তিনি হিন্দু ধর্মাবলম্বী। অপরজন মার্কিন যুক্তরাষ্ট্রের। তিনি খ্রিস্ট ধর্মের মানুষ।

Must read

প্রতিবেদন : দুই বিদেশির বিবাহ নথিভুক্ত করতে হলে দু’জনের মধ্যে অন্তত একজনকে ভারতীয় নাগরিক হতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। যে দুই বিদেশি নাগরিক বিয়ে করছেন তাঁরা ১৯৫৩ সালের বিশেষ বিবাহ আইন অনুযায়ী নিজেদের বিবাহ নথিভুক্ত করতে পারবেন। নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। একইসঙ্গে দুই বিদেশি নাগরিকের বিয়ে নিয়ে দিল্লি সরকারকে তাদের নির্দেশিকা সংশোধন করার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। আইন মেনে নিজেদের বিবাহ নথিভুক্ত করতে এক বিদেশি দম্পতি আবেদন করেছিলেন দিল্লি হাইকোর্টে। ওই মামলাতেই ১২ জানুয়ারি এই নির্দেশ দিয়েছেন বিচারপতি প্রতিভা এম সিং।

আরও পড়ুন-পাঞ্জাবে ফের ধরা পড়ল পাক ড্রোন, উদ্ধার হয়েছে চিনা বন্দুক, কার্তুজ

জানা গিয়েছে, ওই বিদেশি নাগরিকদের একজন ছিলেন কানাডার। তিনি হিন্দু ধর্মাবলম্বী। অপরজন মার্কিন যুক্তরাষ্ট্রের। তিনি খ্রিস্ট ধর্মের মানুষ। তবে তাঁরা শেষ ছয় মাস ধরে দিল্লিতে বসবাস করছেন। আইন মেনেই তাঁরা বিয়ে করতে চান। এই মামলার শুনানিতে আবেদনকারী দম্পতির আইনজীবী বলেন, বিশেষ বিবাহ আইনের অধীনে তাঁর মক্কেল বিবাহ নথিভুক্ত করার জন্য অনলাইনে আবেদনের চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁরা আবেদন করতে পারেননি। কারণ ওয়েবসাইটে বলা ছিল, যে দুই বিদেশি নাগরিক বিয়ে করতে চাইবেন তাঁদের মধ্যে একজনকে ভারতীয় হতে হবে। ওই আইনজীবীর বক্তব্যের প্রেক্ষিতেই বিচারপতি জানান, দুই বিদেশি নাগরিক ১৯৫৩ সালের বিশেষ বিবাহ আইন অনুযায়ী নথিভুক্ত হতে পারেন। পাশাপাশি দম্পতিকে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার অনুমতি দেন বিচারপতি৷

Latest article