সংবাদদাতা, জঙ্গিপুর : মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুব্রত সাহার মৃত্যুর পর ওই আসনে আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন। বুধবার এই ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। গত ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুব্রত সাহার। নির্বাচন দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি সোমবার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের ভোট এবং আগামী ২ মার্চ ওই কেন্দ্রের ভোট গণনা হবে।
আরও পড়ুন-আজাদ কাশ্মীর বিতর্কে ৯ শিক্ষককে সতর্ক করে চিঠি
সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে ভোটের জন্য আগামী ৩১ জানুয়ারি গেজেট বিজ্ঞপ্তি জারি হবে এবং ৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে মোট ২৫২টি বুথ রয়েছে এবং ভোটার সংখ্যা প্রায় তিন লক্ষ। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই তৎপরতা শুরু হয়েছে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে। তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান কানাই মণ্ডল বলেন, ‘আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীর নাম ঘোষণা করলেই আমরা তাঁর হয়ে প্রচারে নেমে পড়ব।’