পঞ্চায়েত ভোটের জন্য নতুন ব্যালট বক্স কিনছে কমিশন

রাজ্য নির্বাচন কমিশন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রায় ১ লক্ষ ৩৯ হাজার ব্যালট বাক্স কিনতে চলেছে।

Must read

প্রতিবেদন : রাজ্য নির্বাচন কমিশন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রায় ১ লক্ষ ৩৯ হাজার ব্যালট বাক্স কিনতে চলেছে। গ্রাম পঞ্চায়েতের জন্য ২৯ হাজার, জেলা পরিষদের জন্য ৮৫ হাজার ছোট ব্যালট বাক্স এবং পঞ্চায়েত সমিতির জন্য ২৫ হাজার নতুন বড় ব্যালট বাক্স কেনার বরাত দেওয়া হচ্ছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এ ছাড়াও ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের কত ব্যালট বাক্স ব্যবহারযোগ্য আছে তা খতিয়ে দেখতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি কেন্দ্রে নির্বাচন

পুরনো ব্যালট বাক্সগুলি রং করতে এবং প্রয়োজনে ছোটখাটো মেরামত করতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, এ বারও ব্যালট বাক্সে যথারীতি ইউনিক আইডেন্টিটি নম্বর থাকবে। সঙ্গে কিউআর কোডও লাগানো হতে পারে। এ জন্য জেলা সদরে কোনও ঘেরা স্টেডিয়াম কিংবা ইন্ডোর স্টেডিয়ামের মতো জায়গা দেখে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত মাইক্রো প্ল্যান তৈরি করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে জেলাগুলিকে। যাতে পরবর্তী সময়ে নির্দেশ এলে দ্রুত পদক্ষেপ করা সম্ভব হয়। নির্দিষ্ট সময়ে হলে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা ২০২৩ সালের মে মাস বা তার আশেপাশে। তবে রাজ্য নির্বাচন কমিশনের কিছু তৎপরতা দেখে পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসার জল্পনা জোরদার হচ্ছে নানা মহলে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ত্রিস্তর পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাস এবং আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা।

Latest article