ওয়াশিংটন : নাম না করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদে মদত জোগানোর জন্য ফের পাকিস্তানের দিকে আঙুল তুললেন কোয়াড নেতারা। ভারত, অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা এই চার দেশকে নিয়ে গড়ে উঠেছে কোয়াড। আমেরিকার ওয়াশিংটনে কোয়াডের সম্মেলনে এই চার দেশের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় একটি দেশ জঙ্গিদের মদত জুগিয়ে চলেছে। এটা অত্যন্ত নিন্দনীয়। সংশ্লিষ্ট দেশটির উচিত এ ধরনের কাজ থেকে বিরত থাকা। মন দেওয়া উচিত উন্নয়নে।
আরও পড়ুন: আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী! তাহলে রোমে শান্তি বৈঠকে যোগ দিতে আমায় কেন বাধা?
যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগানিস্তানের উপর নজর রাখা হচ্ছে। সেদেশের আর্থিক, কূটনৈতিক এবং মানবাধিকার সংক্রান্ত নীতিও নজরে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী জোশিহিদে সুগা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ওই যৌথ বিবৃতিতে আরও বলেন, কোনও দেশের উচিত নয় জঙ্গিদের ছায়াযুদ্ধে মদত দেওয়া, সন্ত্রাসবাদীদের আর্থিক বা অন্য কোনও ধরনের সাহায্য করা। সীমান্তে সন্ত্রাস ও নাশকতা চালানোর জন্য কোনও দেশের উচিত নয় সে দেশের মাটি ব্যবহার করতে দেওয়া। আফগানিস্তানের কথা তুলে বলা হয়, সে দেশের উচিত নয় কোনও জঙ্গিগোষ্ঠীকে তাদের মাটির ব্যবহার করতে দেওয়া। কোনও জঙ্গি গোষ্ঠী যাতে আফগানিস্তানের মাটি ব্যবহার করে অন্য কোনও দেশে নাশকতা চালাতে না পারে তা সুনিশ্চিত করতে হবে। কোয়াডের বিবৃতিতে বিশ্বের সব দেশকে আফগানিস্তানে জঙ্গি-দমনে এগিয়ে আসার ডাক দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্টকে মোদি বলেন, পাক মদতে আফগানিস্তান এখন সন্ত্রাসের ঘাঁটি হয়ে উঠেছে।