স্কুল খুলে দেওয়ায় ছড়াল কোভিড

Must read

তৃতীয় ঢেউয়ের শঙ্কার মাঝে কোনও কোনও রাজ্য স্কুলের তালা খুলে দিয়েছে। খুলেছে তামিলনাড়ুও। কিন্তু তার ফল কী হয়েছে? পয়লা সেপ্টেম্বরের হিসাব পেশ করে তামিলনাড়ুর স্বাস্থ্যসচিব জানিয়েছেন, একাদশ-দ্বাদশ শ্রেণির ক্লাস খোলা ছিল। মাত্র তিন সপ্তাহে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছে ৪০০ পড়ুয়া। ফলে দশম শ্রেণি পর্যন্ত স্কুল খোলা নিয়ে দ্বিধায় রাজ্য। অন্য রাজ্যগুলিও ভাবতে বসেছে। এ রাজ্যেও পুজোর পর স্কুল খোলা যাবে কি না সে নিয়ে সরকারি দজমহলে চলছে তোড়জোড়৷ সবই নির্ভর করছে পুজোর পর কোভিড পরিস্থিতির উপর৷

আরও পড়ুন: জোড়া ঘূর্ণাবর্তের জের : সুন্দরবনে খোলা হল ফ্লাড সেন্টার, চলছে মাইকিং

Latest article