প্রতিবেদন : আদালত অবমাননার কারণে উত্তরপ্রদেশ পুলিশের ডিজিকে (কারা) নোটিশ পাঠাল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। মেয়াদ ফুরানোর আগেই কয়েকজন বন্দিকে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখার জন্য উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্টের ওই নির্দেশকে উত্তরপ্রদেশ সরকার আদৌ ধর্তব্যের মধ্যে আনেনি। তার প্রেক্ষিতেই রাজ্যের ডিজিকে আদালত অবমাননার নোটিশ দিল সর্বোচ্চ আদালত। বন্দিদের মুক্তি দেওয়ার প্রসঙ্গে উত্তরপ্রদেশ সরকারের আধিকারিকদের ভূমিকা জানতে চেয়েছিল আদালত (Supreme Court)। কিন্তু উত্তরপ্রদেশ সরকার সে বিষয়ে কিছুই জানায়নি। তার প্রেক্ষিতেই দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পি এস নরসিমার বেঞ্চ রাজ্য পুলিশের ডিজির (কারা) বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করল। এদিন পিটিশনকারীদের আইনজীবী ঋষি মালহোত্রা আদালতকে বলেন, জেল কর্তৃপক্ষ বন্দিদের আগাম মুক্তির সুপারিশ করেছিল। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। যে কারণে ওই বন্দিরা আজও জেল রয়েছেন। এটা তাঁদের মৌলিক অধিকারের পরিপন্থী। শুধু তাই নয়, বন্দিদের মুক্তি না দিয়ে শীর্ষ আদালতের নির্দেশকেও উপেক্ষা করা হয়েছে।
আরও পড়ুন-দূষণ : কেন্দ্রের উপর দায় কোর্টের