বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব শান্তির সম্মেলনের সভায় রোমে আমন্ত্রণ পেয়েছিলেন । ভারতের একজন প্রতিনিধি হয়ে সেখানে যাবেন বলেন তিনি মনস্থির করেন। আগামী ৬ ও ৭ অক্টোবর রোমে ওই সভা হওয়ার কথা। কিন্তু হঠাৎ সামনে এসে দাঁড়াল কেন্দ্রীয় বাধা। ভারত সরকারের বিদেশ মন্ত্রক চিঠি দিয়ে জানিয়েছে, রোমে যেতে দেওয়া যাবে না বাংলার মুখ্যমন্ত্রীকে। এই নিয়ে ক্ষোভ উগড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিংসা থেকেই তাঁকে রোমে যেতে বাধা বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস নেত্রীর। তবে শুধু তৃণমূল বা মুখ্যমন্ত্রী নন, এই ঘটনায় দেশজুড়ে উঠল নিন্দার ঝড়।
আরও পড়ুন-স্পিকার সময় দিলেন না, সাংসদ পদে ইস্তফা না দিয়েই কলকাতা ফিরছেন বাবুল সুপ্রিয়
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরের অনুমতি না দিয়ে এবার এক বিজেপি বর্ষীয়ান সাংসদেরই প্রশ্নের মুখে মোদি সরকারের বিদেশ মন্ত্রক। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী টুইট করে সরাসরি প্রশ্ন তুললেন, “কেন মমতার রোম সফরের অনুমতি দিল না বিদেশ মন্ত্রক? কোন আইনে তাঁকে বাধা দেওয়া হল?”
আরও পড়ুন-অজানা অচেনা বিদ্যাসাগর
এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফর, শিকাগো সফরও বাতিল করা হয়েছিল। তখনও বিদেশমন্ত্রক কোনও না কোনও অজুহাত দেখিয়ে তাকে সেই সফরে অনুমোদন দেয়নি। কিন্তু এবার এই সফর বাতিল ইস্যুতে সুব্রহ্মণ্যম স্বামীর বিজেপিকে প্রশ্ন করে করা টুইট বিড়ম্বনায় ফেলল মোদি সরকারকে, সেই বিষয়ে কোন সন্দেহ নেই।