সংবাদদাতা, ডায়মন্ড হারবার : বিরোধীদের কুৎসা আর অপপ্রচার ছাড়া কোনও কাজ নেই। শনিবার ডায়মন্ড হারবার স্টেশন বাজারের এক সভা থেকে তোপ দেগে একথা বলেন বিধায়ক তাপস রায়। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ও কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে এই সভার ডাক দেয় তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-রায়মঙ্গলে বিরল বিশাল শঙ্কর মাছ
সভা থেকে রাজ্যের একাধিক উন্নয়ন প্রকল্প তুলে ধরেন তাপস। বলেন, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকার ফলে গরিব, নিম্নবিত্ত মানুষের জীবনে এখন সুখ বিরাজ করছে। কারণ সরকারি প্রকল্পগুলি থেকে দৈনন্দিন জীবনের নানান অসুবিধা দূর হয়। কেন্দ্রের জনবিরোধী মানুষ মারার নীতিতে নাভিশ্বাস উঠে গেছে। রাজ্যে রেশন, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজসাথী, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের সুফল গ্রামজীবনে বিশাল ছাপ ফেলেছে। আগামী পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূল কংগ্রেস মানুষের বিপুল আশীর্বাদ নিয়ে ফিরবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দেখানো পথে আমাদের চলতে হবে। এখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দলের রাশ ধরেছেন। তরুণ প্রজন্মের নেতা। যোগ্য হাতে দল আরও এগোচ্ছে। এদিনের সভায় বক্তা ছিলেন শ্রমিকনেতা শক্তি মণ্ডল, বিধায়ক পান্নালাল হালদার, মহিলা নেত্রী মনমোহিনী বিশ্বাস প্রমুখ।