মেলবোর্ন, ২২ জানুয়ারি : চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসেই ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। তার আগে সতীর্থ উসমান খোয়াজাকে দেওয়া এক ইউটিউব সাক্ষাৎকারে অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স সাফ জানালেন, শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar- Virat Kohli) নন, তাঁর মতে সেরা বিরাট কোহলি!
আসন্ন বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজের ২২ গজে বিরাট ও কামিন্সের ব্যাটে-বলে যুদ্ধ দেখার জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেট দুনিয়া। তাঁর দেখা সেরা ভারতীয় ব্যাটার কে শচীন না বিরাট (Sachin Tendulkar- Virat Kohli)? কামিন্সকে প্রশ্ন করেছিলেন খোয়াজা। এর উত্তরে কামিন্স বলেন, ‘‘আমি শচীনের বিরুদ্ধে মাত্র একটা টি-২০ ম্যাচ খেলেছি। তাও বহু বছর আগে। অন্যদিকে, বিরাটের বিরুদ্ধে সাদা ও লাল বলের ফরম্যাট মিলিয়ে প্রচুর ম্যাচ খেলেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি বিরাটকেই এগিয়ে রাখব।’’
আরও পড়ুন-বিমান তো নয়, যেন গেদে লোকালে গুয়াহাটি যাত্রা!
খোয়াজার পরের প্রশ্ন ছিল, ভারতীয় ক্রিকেটের ‘ফ্যাব ফোর’—শচীন, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে কামিন্সের মতে সেরা তিনে কারা থাকবেন। অস্ট্রেলীয় পেসারের উত্তর, ‘‘এক নম্বর অবশ্যই শচীন। দু’নম্বরে থাকবে ‘দ্য ওয়াল’ দ্রাবিড়। তিনে দাদা (সৌরভ)। লক্ষ্মণের জন্য আমার খারাপ লাগছে। ওর ব্যাটিং দেখতে আমার দারুণ লাগত। তবে ও সৌরভের পরেই থাকবে।’’ উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি নাগপুর টেস্ট দিয়ে ভারত সফর শুরু করবেন কামিন্সরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোন দু’টি দল খেলবে, তা অনেকটাই নির্ভর করছে এই সিরিজের ফলাফলের উপরে। অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা কার্যত নিশ্চিত। তবে ভারতকে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে হবে।