দেশের প্রেসিডেন্ট (President) জো বাইডেনের (Biden) বাড়িতে ফের হানা দিল এফবিআই (FBI)। দীর্ঘ ১৩ ঘণ্টা ধরে চলে তল্লাশি অভিযান। শনিবারের এই তল্লাশি অভিযানে প্রেসিডেন্টের বাড়ি থেকে বেশ কিছু গোপন নথি উদ্ধার হয়েছে। বাইডেনের বাড়ি থেকে গোপন নথি উদ্ধারের এই খবর নিঃসন্দেহে আমেরিকার শাসক দল ডেমোক্রেটদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন-টেটের ফল দিনকয়েকের মধ্যেই
যদিও এই তল্লাশি অভিযান সম্পর্কে বাইডেনের আইনজীবী বব বাওয়ার জানিয়েছেন, ওই নথিগুলি বহু পুরনো। সেগুলি খুঁজে বের করার জন্যই প্রেসিডেন্ট নিজে এফবিআইকে তল্লাশি চালাতে অনুরোধ করেছিলেন। তার প্রেক্ষিতেই প্রেসিডেন্টের উইলমিংটনের বাসভবনে তল্লাশি চালায় গোয়েন্দা সংস্থা।