সাগরদিঘি উপনির্বাচন, তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়

সুব্রত সাহার সঙ্গে এলাকার দলীয় কাজে সব সময় নিজেকে নিযুক্ত করেছেন। তিনি ব্যবসাও করেন না, চাকরিও করেন না, রাজনীতিই তাঁর ধ্যান-জ্ঞান

Must read

সংবাদদাতা, বহরমপুর : সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী হলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে রাজ্য তৃণমূল দেবাশীষ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করতেই উচ্ছ্বাস শুরু হয় সাগরদিঘিতে। নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল বলেন, দেবাশীষ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে তৃণমূল করছেন।

আরও পড়ুন-বাইডেনের বাড়ি থেকে

গত ছ’মাস আগে দেবাশীষ সাগরদিঘির তৃণমূল ব্লক সভাপতি হয়েছেন। কর্মী ছেলে, কাজের ছেলে, দল ঠিক লোককেই নির্বাচন করেছে বলে তিনি মনে করেন। অন্যদিকে, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান বলেন, দেবাশীষ কাজের ছেলে। দল ঠিক লোককেই নির্বাচন করেছে বলে তিনি মনে করছেন। আগামী দিনে সাগরদিঘিতে দেবাশীষের হাত ধরে সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন বলে আশা করেন তিনি। অন্যদিকে, সাগরদিঘির শংসাবাদের দেবাশীষ বন্দ্যোপাধ্যায় বলেন, গত ২০০৭ সাল থেকে তিনি তৃণমূল করছেন।

আরও পড়ুন-টেটের ফল দিনকয়েকের মধ্যেই

সুব্রত সাহার সঙ্গে এলাকার দলীয় কাজে সব সময় নিজেকে নিযুক্ত করেছেন। তিনি ব্যবসাও করেন না, চাকরিও করেন না, রাজনীতিই তাঁর ধ্যান-জ্ঞান। দল তাঁকে প্রার্থী করায় তিনি সহ-সাগরদিঘির মানুষ খুশি হয়েছেন বলে জানান দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত ডিসেম্বরে সাগরদিঘি বিধানসভার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু হয়। সুব্রত সাহার মৃত্যুতে সাগরদিঘিতে উপনির্বাচন হতে চলেছে।

Latest article