নেতাজিকে যোগ্য সম্মান দেয়নি ফব

কিন্তু ছেড়ে আসা দলের নেতৃত্বের নীতিভ্রষ্টতা আজও মনোবেদনকার কারণ তাঁদের। আজও ঠিক এই কারণেই বিদ্রোহ বেড়েই চলেছে ফরওয়ার্ড ব্লকে

Must read

প্রতিবেদন : নেতাজিকে যথাযোগ্য সম্মান দেখায়নি ফরওয়ার্ড ব্লক। নেতাজির ছবি নিয়ে যাঁরা রাজনীতি করেছেন, রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চেয়েছেন, তাঁরাই অমর্যাদা করেছেন তাঁর প্রতিষ্ঠিত দল ফরওয়ার্ড ব্লকের। দ্বিধাহীন কণ্ঠে এই অভিযোগ করেছেন ফরওয়ার্ড ব্লকের এক সময়ের দাপুটে নেতা হাফিজ আলম সইরানি। ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের নীতিহীনতায় বীতশ্রদ্ধ হয়ে কিছুদিন আগেই দল ছেড়েছেন হাফিজ এবং আলি ইমরান রামিজ। যোগ দিয়েছেন কংগ্রেসে।

আরও পড়ুন-সাগরদিঘি উপনির্বাচন, তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়

কিন্তু ছেড়ে আসা দলের নেতৃত্বের নীতিভ্রষ্টতা আজও মনোবেদনকার কারণ তাঁদের। আজও ঠিক এই কারণেই বিদ্রোহ বেড়েই চলেছে ফরওয়ার্ড ব্লকে। নেতাজি অন্তর্ধানরহস্য উন্মোচনে ব্যর্থতার জন্য কেন্দ্রের বিরুদ্ধে নেতাজির জন্মদিনেও সরব হয়েছেন হাফিজ আলম সইরানি। প্রশ্ন তুলেছেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের ভূমিকা নিয়েও। অটলবিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্বের সময়ই গঠিত হয়েছিল মুখার্জি কমিশন। শুরু হয়েছিল নেতাজির অন্তর্ধান রহস্যের তদন্ত। জানা যায়, সংশ্লিষ্ট বিভিন্ন জনের সঙ্গে কথা বলে সাক্ষীসাবুদ এবং নথিপত্র বিশ্লেষণ করে একটি রিপোর্টও তৈরি করে কমিশন। কিন্তু আজ পর্যন্ত সেই ফাইল পেশ করা হয়নি সংসদে। কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রের ইউপিএ সরকার তো নয়ই, অটলবিহারীর বাজপেয়ীর উদ্যোগকে মান্যতা দেননি নরেন্দ্র মোদি নিজেও। সবচেয়ে বড় কথা, এ বিষয়ে কেন্দ্রের উপরে চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে ফরওয়ার্ড ব্লক নেতৃত্বও। ক্ষোভ হাফিজ আলম সইরানির।

Latest article