দরিদ্র মুসলিম বোনের বিয়ে দিলেন হিন্দু ভাইরা

Must read

সংবাদদাতা, কাটোয়া: বোনের কোনও জাত হয় না। ফের প্রমাণ করল কালনার পাতিলপাড়া। অভাবের কারণে আটকে-যাওয়া মুসলিম যুবতীর বিয়ে সম্পন্ন করতে এগিয়ে এলেন হিন্দু ভাইরা। এই ভাইয়ের দল তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী। তাঁরাই বিয়ের সাজপোশাক, আসবাবপত্র থেকে শুরু করে অতিথি আপ্যায়ন– সবটাই করলেন। এই বিয়ের হাত ধরে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির পরিসরটি আরও চওড়া হল বলে দাবি মন্ত্রী স্বপন দেবনাথের। পাতিলপাড়ার এক কুঠুরির মাটির ঘরে বোন জেসমিনকে নিয়ে সংসার হতদরিদ্র আজহারউদ্দিন মণ্ডলের।

আরও পড়ুন-দুর্যোগের কারণে বকখালিতে বন্ধ হোটেল বুকিং

স্থানীয় সমবায় সমিতির সামান্য কর্মী আজহার অনটন সত্ত্বেও বোনকে বিএ পাস করান। তারপর বিয়ের উদ্যোগ নেন। সম্বন্ধ পাকা হলেও বাধা হয় টাকাপয়সা। তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ অনুগামী আজহার অর্থাভাবে বোনের বিয়ে দিতে পারছেন না জেনে তৎপর হন বিধায়ক দেবপ্রসাদ বাগ, কালনা ২নং ব্লক তৃণমূল সভাপতি প্রণব রায়রা। বিয়ের জিনিসপত্র কেনা থেকে আয়োজন– সব করেন। প্রণব বললেন, ‘এটা তো আমাদের কর্তব্য। দিদি আমাদের এই শিক্ষাই দিয়েছেন।’ এই ঘটনায় অভিভূত আজহারউদ্দিন।

Latest article