ক্রমশ চরছে তাপমাত্রার পারদ। তবে কি শীত একেবারেই গেল? আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল, জানুয়ারি মাসের শেষ সপ্তাহেই উধাও হবে শীত। হাওয়া অফিসের আধিকারিকরা জানিয়ে দিয়েছিলেন, সরস্বতী পুজোর আগে কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। মঙ্গলবারের পরিসংখ্যানও সেই ইঙ্গিত দিচ্ছে। আজ ভোর থেকে ঘন কুয়াশার জেরে কার্যত গাড়ি চালাতে সমস্যায় পড়তে হচ্ছে চালকদের। আগামী পাঁচ থেকে সাতদিনে আরও বাড়বে দিন ও রাতের তাপমাত্রা (West bengal weather update) জানিয়ে দিল হাওয়া অফিস।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি ছিল। মাঝে আর মাত্র একটা দিন তারপরই বৃহস্পতিবার দেশজুড়ে সাধারণতন্ত্র দিবস পালিত হবে। ঐদিন আবার সরস্বতী পুজো। এবারের সরস্বতী পুজো কার্যত উষ্ণ হতে চলেছে বলেই মত হাওয়া অফিসের কর্তাদের। সরস্বতী পুজোর দুপুরে ঘাম ঝরতে চলেছে বলেই আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবারের ভোর থেকে ঊর্ধ্বমুখী তাপমাত্রা (West bengal weather update) সেই আভাস দিয়েছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার দাপট চোখে পড়ছে। এমন অবস্থা যে দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি। অন্যদিকে আবার ঘন কুয়াশার জেরে মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর বাসন্তীতে। স্বচ্ছ দৃশ্যমান্যতার অভাবে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে পড়ল হলুদ ট্যাক্সি।
আরও পড়ুন-সাগরদিঘি উপনির্বাচন, তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়
আবহবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বাংলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে। একই সঙ্গে পশ্চিমি ঝঞ্ঝার ফলে দাপট কমতে শুরু করেছে উত্তুরে হাওয়ার। এই কারণে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ বেড়েই চলেছে।