আজ, মঙ্গলবার মেঘালয়ে বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শিলং থেকে এই ইস্তেহার প্রকাশ করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ে ক্ষমতায় এলে তৃণমূল কেমন সরকার চালাবে, তার একটা রূপরেখা দেওয়া হয়েছে।
রাজ্যের অর্থনৈতিক উন্নতি:
দারিদ্র্যমুক্ত মেঘালয় গড়ে তোলার লক্ষ্যে বৈজ্ঞানিক নীতি প্রণয়ন করে সকলের জীবন জীবিকা নিশ্চিত করা। বার্ষিক চার হাজার নতুন MSME সংযুক্ত করে চারগুণ আর্থিক বৃদ্ধি ঘটানো।
আরও পড়ুন-নির্বাচনী ইস্তেহার প্রতিশ্রুতি নয়, প্রতিজ্ঞা: অভিষেক বন্দ্যোপাধ্যায়
উজ্জ্বল ভবিষ্যতের গ্যারান্টি:
আগামী পাঁচ বছরে তিন লক্ষ চাকরি তৈরি এবং ২১ থেকে ৪০ বছর পর্যন্ত মাসিক ১০০০ টাকা বেকার ভাতা প্রদান। উচ্চ মাধ্যমিক এবং কলেজ পড়ুয়াদের ১ লক্ষ ল্যাপটপ প্রদানের পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে ট্রেনিংয়ের মাধ্যমে পড়ুয়াদের সরকারি জব কার্ড দেওয়ার ব্যবস্থা করা।
আরও পড়ুন-প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ: রেড রোডে শেষ চূড়ান্ত মহড়া, বিশেষ আকর্ষণ কী?
নারী ক্ষমতায়নে জোর :
মেঘালয়ের প্রতিটি মহিলার একাউন্টে মাসিক ১ হাজার টাকা প্রদান এবং মেঘালয় ফিনান্সিয়াল ইনক্লুশনের অধীনে নারী ক্ষমতায়ন প্রকল্পে মহিলাদের রোজগারের ব্যবস্থা করা।
সকলের জন্য সামাজিক নিরাপত্তা:
মাসিক সামাজিক কল্যাণ পেনশনে ১০০০ টাকা বৃদ্ধি এবং বিধবা এবং প্রবীণ নাগরিকদের দ্বিগুণআর্থিক সহায়তা করার প্রতিশ্রুতি।
আরও পড়ুন-কাল নিলাম
কৃষকের হাসি মুখ :
গ্রামীণ মেঘালয়ের জন্য কৃষক সহায়তা প্রকল্পে বার্ষিক ১০০০০ টাকা দেওয়ার পাশাপাশি শস্য বীমা পলিসি থেকে শুরু করে কৃষকদের আয় নিশ্চিতকরণ।
স্বাস্থ্য পরিষেবায় উপযুক্ত পরিকাঠামো তৈরি :
প্রতিটি ব্লকে মাতৃ ও শিশু পরিচর্যা কেন্দ্র, মেঘালয় স্বাস্থ্যবিমার অধীনে প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ২৫ শতাংশ অতিরিক্ত কভারেজ, নতুন মেডিকেল কলেজ স্থাপন।
আরও পড়ুন-চড়ছে তাপমাত্রার পারদ, রাজ্যে বাড়বে গরম?
শিশুদের সঠিক মানের শিক্ষা প্রদান :
জেলা এবং রাজ্যে শিক্ষক প্রশিক্ষণের জন্য আসন সংখ্যা দ্বিগুণ করা, প্রতি ব্লকে মডেল স্কুল তৈরি, পড়ুয়াদের পড়াশোনায় যাতে অসুবিধা না হয় সেই কারণে তাঁদের পরিবারকে সরাসরি বার্ষিক ১২০০ টাকা প্রদান।
প্রতিটি বাসিন্দার নাগরিক সুবিধায় বিশেষ নজর :
বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, ট্রাফিক সমস্যা কাটাতে বিশেষ ব্যবস্থাপনা, শিলং রিং রোড প্রকল্প বাস্তবায়িত করা।
আরও পড়ুন-আমেরিকার ৩ শহরে গুলিবর্ষণ, মৃত ৮
মেঘালয়ের গৌরবকে বিশ্বজনীন করে তোলা :
সঙ্গীত, খেলাধুলা, সংস্কৃতি এবং পর্যটন শিল্পে বিশেষ নজর । মিশন স্পোর্টস ব্লক স্তরে প্রতিভা সনাক্তকরণের পাশাপাশি সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করা, রাজ্যের প্রথম স্পোর্টস ইউনিভার্সিটি স্থাপন,সাংস্কৃতিক পর্যটন সার্কিট প্রতিষ্ঠায় বিশেষ গুরুত্ব দেওয়া।
আরও পড়ুন-চড়ছে তাপমাত্রার পারদ, রাজ্যে বাড়বে গরম?
ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ও পবিত্র ভূমির সম্মান রক্ষা:
মেঘালয়ের বাসিন্দাদের নিরাপত্তার সুনিশ্চিত করতে সঠিক আইন প্রণয়ন, খাসিদের অবিলম্বে স্বীকৃতির জন্য কেন্দ্রীয় সংসদে বেসরকারি সদস্য বিল পাশ এবং গারো ভাষাগুলিকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা।