ভারতীয় ভিসা লাগে না ৫৯ দেশে

আবার কয়েকটি দেশের ক্ষেত্রে রয়েছে ভিসা অন অ্যারাইভ্যালের সুবিধা। ভারতীয়রা বর্তমানে ভিসা ছাড়াই ৫৯টি দেশে প্রবেশ করতে পারেন

Must read

বিদেশে ভ্রমণের জন্য পাসপোর্ট-ভিসা (passport visa) আবশ্যক। কিন্তু এক-একটা দেশে ভ্রমণের নিয়ম এক-এক রকম। কিছু দেশে ভ্রমণের ক্ষেত্রে ভিসার প্রয়োজন হয় না। আবার কয়েকটি দেশের ক্ষেত্রে রয়েছে ভিসা অন অ্যারাইভ্যালের সুবিধা। ভারতীয়রা বর্তমানে ভিসা ছাড়াই ৫৯টি দেশে প্রবেশ করতে পারেন।

আরও পড়ুন-মেঘালয়ের নির্বাচনী ইস্তেহারে তৃণমূলের ১০ অঙ্গীকার

যার মধ্যে এশিয়ার কয়েকটি দেশ ছাড়াও আফ্রিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একাধিক দেশ রয়েছে। উল্লেখযোগ্য এশীয় দেশগুলির মধ্যে রয়েছে ভুটান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মলদ্বীপ, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইরান, জর্ডন, ওমান, কাতার। আফ্রিকার দেশগুলির মধ্যে আছে জিম্বাবোয়ে, মরিশাস, তাঞ্জানিয়া, সেনেগাল, তিউনিশিয়া, উগান্ডা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলির মধ্যে রয়েছে বার্বাডোজ, হাইতি, জামাইকা, ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো প্রভৃতি।

Latest article