খবর গোপন করায় জরিমানা হল এয়ার ইন্ডিয়ার

সংবাদমাধ্যমে খবরটি দেখার পর এয়ার ইন্ডিয়ার কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়। তারপরই কর্তৃপক্ষ ওই ঘটনার রিপোর্ট জমা দেয়।

Must read

ঘটনার ঘনঘটা বিমানে। আরও এক প্রস্রাব-কাণ্ডে ফের জরিমানার মুখে পড়ল এয়ার ইন্ডিয়া। এর আগে প্রস্রাব-কাণ্ডের এক ঘটনায় এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা করেছিল কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ। এবার অন্য একটি প্রস্রাব-কাণ্ডের ঘটনায় আরও ১০ লাখ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হল এয়ার ইন্ডিয়াকে। মঙ্গলবার এয়ার ইন্ডিয়াকে এই নির্দেশ পাঠিয়েছে ডিজিসিএ।

আরও পড়ুন-ভারতীয় ভিসা লাগে না ৫৯ দেশে

জানা গিয়েছে, গত ৬ ডিসেম্বর প্যারিস থেকে দিল্লিগামী এআই-১৪২ বিমানে এক ব্যক্তি মত্ত অবস্থায় সহযাত্রীর সিটে প্রস্রাব করে দেন। এয়ার ইন্ডিয়ার বিমানে পরপর দুটি একই ধরনের ঘটনা ঘটে। প্রথম ঘটনাটি ঘটেছিল ২৬ নভেম্বর নিউ ইয়র্ক-দিল্লি বিমানে। ওই বিমানের এক বৃদ্ধা যাত্রী অভিযোগ করেন, শঙ্কর মিশ্র নামে এক সহযাত্রী তাঁর গায়ে প্রস্রাব করে দিয়েছেন। এই ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে যায়, ঠিক সেই সময়ই দ্বিতীয় ঘটনাটি সামনে আসে। দুটি ক্ষেত্রেই দেখা গিয়েছে, এয়ার ইন্ডিয়া প্রাথমিকভাবে ঘটনাগুলি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। ডিজিসিএ মঙ্গলবার জানিয়েছে, ৬ ডিসেম্বরের ঘটনাটি সম্পর্কে ডিজিসিএ-কে জানানো হয়নি।

আরও পড়ুন-মেঘালয়ের নির্বাচনী ইস্তেহারে তৃণমূলের ১০ অঙ্গীকার

সংবাদমাধ্যমে খবরটি দেখার পর এয়ার ইন্ডিয়ার কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়। তারপরই কর্তৃপক্ষ ওই ঘটনার রিপোর্ট জমা দেয়। নিয়ম অনুযায়ী, যদি বিমানের মধ্যে এ ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে তবে সেই সংক্রান্ত রিপোর্ট সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে ডিজিসিএ-র কাছে জমা দিতে হয়। কিন্তু সব জানার পরেও ৬ তারিখের ঘটনাটি গোপন করে তারা।

Latest article