নেতাজি আতঙ্কবাদী! বিজেপি বিধায়কের মন্তব্যে নিন্দার ঝড়

ঝোলা থেকে বেড়াল বেরিয়ে পড়ল। বিজেপির নেতাজি-প্রীতি যে পুরোদস্তুর মেকি, সেটাই প্রমাণ হল দলের এক বিধায়কের কথায়।

Must read

প্রতিবেদন : ঝোলা থেকে বেড়াল বেরিয়ে পড়ল। বিজেপির নেতাজি-প্রীতি যে পুরোদস্তুর মেকি, সেটাই প্রমাণ হল দলের এক বিধায়কের কথায়। গুজরাতের বিজেপি বিধায়ক যোগেশ আর প্যাটেল নেতাজিকে আতঙ্কবাদী বলে সম্বোধন করলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই ওই বিধায়ক ও তাঁর দলের মানসিকতা তীব্র ধিক্কার জানিয়েছে নানা মহল। দেশজোড়া ক্ষোভের মুখে বেকায়দায় পড়ে নিজের মন্তব্যের অন্য সাফাই দিতে নেমেছেন মোদিরাজ্যের কীর্তিমান বিধায়ক।

আরও পড়ুন-খবর গোপন করায় জরিমানা হল এয়ার ইন্ডিয়ার

সোমবার দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে নেতাজির জন্মদিন। ২৩ জানুয়ারি দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করতে তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের তরফে নেওয়া হয় একাধিক কর্মসূচি। অন্যান্য রাজ্যের পাশাপাশি গুজরাতেও নেতাজিকে শ্রদ্ধা জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই মনজালপুর কেন্দ্রের বিজেপি বিধায়ক যোগেশ প্যাটেল নিজের ফেসবুক পেজে নেতাজিকে আতঙ্কবাদী বলে সম্বোধন করেন। ওই বিজেপি বিধায়ক নেতাজির পদবি বসু উল্লেখ মন্তব্য করেন, বসু এক আতঙ্কবাদী সংগঠনের সদস্য ছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় বইতে শুরু করে। বিধায়কের মন্তব্যে বেকায়দায় পড়ে বিজেপিও। ঘরে-বাইরে প্রবল চাপে পড়ে একসময় ওই ক্ষমা চেয়ে নেন। দোষ চাপান অনুবাদের উপর। চাপে পড়ে তাঁর সাফাই, ইংরেজি থেকে গুজরাতিতে ভুল অনুবাদের ফলেই এই ত্রুটি।

আরও পড়ুন-ভারতীয় ভিসা লাগে না ৫৯ দেশে

রাজনৈতিক মহলের মতে, বিজেপির নেতাজি-প্রীতি যে পুরোটাই ভোটকেন্দ্রিক, এই ঘটনা তারই প্রমাণ। বিজেপির কাছে নেতাজি ভোট কুড়োনোর হাতিয়ার। নেতাজির নীতি- আদর্শকে তারা বিশ্বাসই করে না। কয়েকদিন আগে সেটাই স্পষ্ট করে দিয়েছেন নেতাজিকন্যা অনিতা বসু পাফ। তিনি জানিয়েছেন, নেতাজির আদর্শের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শ কখনওই মেলে না। মোদিরাজ্যের বিজেপি বিধায়কের বেফাঁস মন্তব্যে সেটাই সামনে এল।

Latest article