সংবাদদাতা, মালদহ : পঞ্চায়েত নির্বাচনের দিন যত এগিয়ে আসছে মালদহে তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও মজবুত হচ্ছে। বুথস্তর থেকে অঞ্চল, অঞ্চল থেকে ব্লক, ব্লক থেকে জেলা সমস্ত স্তরে দানা বেঁধেছে সংগঠন। পঞ্চায়েত নির্বাচনে দলের লক্ষ্যমাত্রায় পৌঁছতে এক বিশেষ সাংগঠনিক সভা করল মালদহ জেলা তৃণমূল কংগ্রেস। মালদহ কলেজ অডিটরিয়ামে এই সাংগঠনিক সভাটি অনুষ্ঠিত হয়। এই সভায় জেলার ১৪৬টি অঞ্চলের অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, জেলা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন-সবজির সম্ভার নিয়ে দুয়ারে সুফল বাংলা
জেলা সভাপতি আবদুর রহিম বক্সি উপস্থিত কর্মকর্তাদের পঞ্চায়েত নির্বাচনে কিভাবে রণকৌশল ঠিক করবেন তার বিস্তারিত ব্যাখ্যা দেন। সভায় ছিলেন রাজ্যের দুই প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমূল হোসেন, যুব সভানেত্রী চন্দনা সরকার, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোশারফ হোসেন প্রমূখ। এবিষয়ে মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি জানান, এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল। অঞ্চল নেতৃত্ব থেকে ব্লক নেতৃত্ব ও জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।