সবজির সম্ভার নিয়ে দুয়ারে সুফল বাংলা

সেই জমি থেকে কৃষকরা সবজি তুলে দিচ্ছেন সুফল বাংলার গাড়িতে। আর সেই টাটকা সবজি পৌঁছে যাচ্ছে শহরের সাধারণ মানুষের দুয়ারে।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : উদ্বোধনের পরের দিনই দুয়ারে পৌঁছে গেল তাজা সবজির দোকান। মঙ্গলবার থেকে শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় কৃষিজাতদ্রব্য নিয়ে বেরিয়ে গিয়েছিলেন সুফল বাংলার কর্মীরা। এদিন মোট ৮টি গাড়ি শহরের ২৫টি জায়গায় সুফল বাংলার ভ্রাম্যমাণ গাড়ি পৌঁছে গিয়েছিল সরকারের নির্ধারিত মূল্যে সবজি বিক্রি করতে। সুফল বাংলা চালু হওয়ার কারণে মূলত বিশেষভাবে উপকৃত হয়েছে কৃষকরা। কারণ সুফল বাংলার এই গাড়িগুলি সকাল হতেই বেরিয়ে পড়ছে কৃষকদের নির্দিষ্ট জমিতে।

আরও পড়ুন-দিদির সুরক্ষা কবচে আতঙ্কে বিজেপি

সেই জমি থেকে কৃষকরা সবজি তুলে দিচ্ছেন সুফল বাংলার গাড়িতে। আর সেই টাটকা সবজি পৌঁছে যাচ্ছে শহরের সাধারণ মানুষের দুয়ারে। শিলিগুড়ির ২,৮১৭,১২,২৫,৩১,৪৫ নম্বর-সহ মোট ২৪টি ওয়ার্ডে এবং মহকুমা পরিষদের শিবমন্দির এলাকায় সুফল বাংলার ভ্রাম্যমাণ গাড়ি সবজি নিয়ে উপস্থিত হয়। রাজ্য এগ্রি মার্কেটিং-এর সচিব তথা সুফল বাংলা হাবের ভারপ্রাপ্ত আধিকারিক তমাল দাস জানিয়েছেন, সুফল বাংলা হাফ চালু হওয়ার কারণে সবথেকে বেশি উপকৃত হয়েছে কৃষকরা। কারণ কৃষকদের চাষ করা বিভিন্ন সবজি বাজারে পৌঁছনোর জন্য প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছিল।

আরও পড়ুন-নেওয়া হবে সমস্ত পুর এলাকার নাগরিকদের মতামত, রাজ্যে পুরপরিষেবা খতিয়ে দেখবেন মন্ত্রী

তাই লাভের পরিমাণ তাদের কম হচ্ছিল। কিন্তু এখন সরাসরি কৃষক রাজ্য সরকারের সুফল বাংলা হাবে কৃষিজাত দব্য বিক্রি করতে পারছেন এবং আমরা নিজেরাই গাড়ি নিয়ে কৃষকদের কাছে পৌঁছে যাচ্ছি সেই কৃষিজাত দ্রব্য সংগ্রহ করতে। এছাড়াও সুফল বাংলার ভ্রাম্যমাণ গাড়িগুলি বাজারের থেকে অনেকটা কম দামে নানা কৃষিজাত দ্রব্য বিক্রি করছে।

Latest article