সংবাদদাতা, মালদহ : জেলায় কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ জানুয়ারি মালদহের গাজোল কলেজ ময়দানে এই প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মালদহে শুধুমাত্র প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। এইজন্য সভাস্থল ঘুরে দেখেছেন প্রশাসনিক কর্তা-ব্যক্তিরা। এই বৈঠকে রাজ্যের বিভিন্ন দফতরের সচিব ছাড়াও জেলা প্রশাসনের কর্তা-ব্যক্তি, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ, সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ সদস্য, গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও সদস্যরা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন-সীমান্ত এলাকায় কড়া নজরদারি
এই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জেলার কাজের খতিয়ান ও অগ্রগতি খতিয়ে দেখবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এছাড়াও মালদহ জেলার জন্য নতুন কিছু প্রকল্পেরও ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি জেলার কাজের অগ্রগতি ও খতিয়ান জানতে প্রশাসনিক বৈঠক করেন। সেই বৈঠকে জেলার উন্নয়নের খতিয়ান তিনি জানতে চান। কোন কাজের কতটা অগ্রগতি তা তিনি দেখেন। মুখ্যমন্ত্রীর লক্ষ্য জেলায় জেলায় উন্নয়ন। আর সে লক্ষ্যেই ফের মালদহে প্রশাসনিক বৈঠকে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে মালদহ জেলার উন্নয়নের মাপকাঠি কী পরখ করতে চান বলেই এই প্রশাসনিক বৈঠক।
আরও পড়ুন-পঞ্চায়েতের রূপরেখা তৈরিতে সাংগঠনিক সভা
উল্লেখ্য, মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো প্রত্যেক জেলার মানুষ সঠিক পরিষেবা পাচ্ছেন কি না তা খতিয়ে দেখতেই তিনি নিয়মিত প্রশাসনিক বৈঠক করেন। প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি কোনও সমস্যা রয়েছে কি না তাও শোনেন। বলেন সমাধানও। নতুন বছরে এবার মালদহে প্রশাসনিক বৈঠকে আসছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তাঁর নির্দেশে জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে পৌঁছে গিয়েছে জল। হয়েছে নতুন রাস্তাও। ভাঙনপ্রবণ এলাকাগুলিতে রাজ্যের উদ্যোগে শুরু হয়েছে নদীবাঁধ নির্মাণের কাজ। এবার সেই সমস্ত কাজেরই খতিয়ান নিতে এই প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। খোঁজ নেবেন জেলাবাসীদের।