প্রতিবেদন : শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচনের অঙ্গীকার করা হল জাতীয় ভোটার দিবসে (National Voters Day)। নতুন ভোটারদের হাতে তুলে দেওয়া হল ভোটার কার্ড। সারা দেশের পাশাপাশি এরাজ্যেও বুধবার নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল জাতীয় ভোটার দিবস। রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটি হয় ভাষা ভবন অডিটোরিয়ামে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের পৌরোহিত্যে এদিন জাতীয় ভোটার দিবস (National Voters Day) পালিত হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা, মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত, দক্ষিণ কলকাতা নির্বাচনী আধিকারিক সহ বিভিন্ন রাজনীতিক দলের নেতৃত্ব। তৃণমূলের পক্ষ থেকে হাজির ছিলেন সুব্রত বক্সি, যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন অন্যান্য দলের নেতারাও। এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের একটি ভিডিও বার্তা দেখানো হয়। যেখানে তিনি দেশজুড়ে নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচনের অঙ্গীকার করেন। তিনি জানান যে দেশে নতুন ভোটারদের সংখ্যা বাড়ছে। তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। অনুষ্ঠানে নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড তুলে দেন স্বরাষ্ট্রসচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিক সহ অন্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এদিন নির্বাচন কমিশনের একটি বইপ্রকাশ করা হয়। এছাড়া গত এক বছরের নির্বাচন সম্পর্কিত একটি পুস্তিকারও আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। ভোটার তালিকা সংশোধন, তালিকায় নাম তোলার কাজে দক্ষতার জন্য দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তার হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা।