সংবাদদাতা, কোচবিহার : হাউস ফর অল (House For All) প্রকল্পে উপভোক্তাদের হাতে বকেয়া টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কোচবিহার পুরসভা। পুরসভার কনফারেন্স রুমে পুরসদস্যদের নিয়ে দশম বোর্ড মিটিং অনুষ্ঠিত হল। এই বোর্ড মিটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই বোর্ড মিটিং শেষে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, বোর্ড মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে আগামী ৯ ফেব্রুয়ারি পুরসভার সামনে মঞ্চ করে হাউস ফর অল (House For All) প্রকল্পে ২০১৫ সাল থেকে বকেয়া ২ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার টাকা ৪৭৬ জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হবে। এবং ওইদিনই জাতীয় পরিবার সুবিধা প্রকল্পে স্বামীহারা ৪২ জনকে ৪০ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি এই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে পুর এলাকায় বাড়ি তৈরির জন্য যে প্ল্যান জমা দিয়েছিলেন সেই ৬২টি প্ল্যান অনুমোদন করা হবে। পুরসভার অধীনে যে ২৩টি পার্কিং প্লেস তা টেন্ডার করা হবে। এর ফলে পুরসভার আয় বাড়বে, বেকার ছেলেরা এই পার্কিংয়ে কাজ পাবে। পাশাপাশি রাস্তাঘাটে যানজট এড়ানো যাবে, পথ চলতি মানুষদের সুবিধা হবে।
আরও পড়ুন: উপনির্বাচনে বিরোধীদের পিছনে ফেলে দিল তৃণমূল