বর্ষসেরা টি-২০ ক্রিকেটার সূর্য

Must read

দুবাই, ২৫ জানুয়ারি : আইসিসির বিচারে ২০২২ সালের বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের সম্মান পেলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বুধবার এই কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। প্রসঙ্গত, আইসিসির টি-২০ ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েরও শীর্ষে রয়েছেন সূর্য। এই পুরস্কার পাওয়ার দৌড়ে সূর্যর সঙ্গে ছিলেন আরও তিনজন। পাকিস্তানের মহম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের স্যাম কারেন এবং জিম্বাবোয়ের কিকান্দার রাজা। তবে বাকিদের টেক্কা দিয়ে সেরা হলেন ভারতীয় তারকা। গত বছর ৩১টি টি-২০ ম্যাচে ৪৬.৫৬ গড়ে দু’টি সেঞ্চুরি-সহ মোট ১,১৬৪ রান করেছেন সূর্যকুমার। যা এই ফরম্যাটের ইতিহাসে এক বছরে কোনও ব্যাটারের সবথেকে বেশি রান। সূর্যর (Suryakumar Yadav) স্ট্রাইক রেট ১৮৭.৪৩। মোট ৬৮টি ছয় মেরেছেন তিনি। এটাও একজন ব্যাটারের এক বছরে সবথেকে বেশি ছয় মারার নতুন রেকর্ড। মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা টি-২০ খেলোয়াড়ের সম্মান পেয়েছেন অস্ট্রেলিয়ার তালিয়া ম্যাকগ্রা। তাঁর সঙ্গে দৌড়ে ছিলেন ভারতের স্মৃতি মান্ধানা, পাকিস্তানের নিদা দার ও নিউজিল্যান্ডের সোফি ডিভাইন। এদিকে, আইসিসির মহিলা বর্ষসেরা ক্রিকেটার হলেন ভারতের রেণুকা সিং। ছেলেদের উঠতি ক্রিকেটার হয়েছেন মার্কো জেনসেন।

আরও পড়ুন: আকাশের চোট ও বোলিং নিয়েই চিন্তা

Latest article